নিউইয়র্ক ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি-রোনালদো ‘ক্ল্যাসিকো’র অপেক্ষায় সৌদি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৯৩ বার পঠিত

দুই তারকা স্পেনে থাকাকালে লড়াইটা বেশ জমত। দর্শকরাও মন দিয়ে উপভোগ করতেন সেই লড়াই। তা ছাড়া দু’জন ছিলেন দুই জায়ান্ট ক্লাবের প্রাণভোমরা। সেদিক থেকেও সবার আগ্রহের কেন্দ্রে থাকতেন তারা। ফুটবল পায়ে তাদের কারিকুরিও চলত দারুণ। সব মিলিয়ে ইউরোপে তখন রোনালদো-মেসি মুখোমুখি মানেই বাড়তি উন্মাদনা।

দু’জন আবার দুই প্রান্তে চলে যাওয়ায় সেই রোমাঞ্চের সুতায় অনেকটাই টান পড়েছে। তবে একেবারে হারিয়ে যায়নি। এখনও তাই কোনো মঞ্চে তারা এক হলে জমে ওঠে আসর। দর্শকরাও হইচই লাগিয়ে দেন। অপেক্ষা করেন ঘড়ি ধরে। গুনতে থাকেন প্রহর। এই যেমন সৌদিতে ১ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে তারা। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশির চোট অনেকটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সিআর সেভেন সমর্থকদের। কিন্তু সেই চোট থেকে অনেকটাই নাকি সেরে উঠেছেন তিনি। সে ক্ষেত্রে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনাও জেগেছে।

এরই মধ্যে রিয়াদে পৌঁছে গেছে মেসি বাহিনী। ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার আগেও সৌদিতে একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দু’জন। তখন মেসি পিএসজির খেলোয়াড়। সবে বিশ্বকাপ জিতে প্যারিসে যান। সেখান থেকে আবার সৌদিতে। এর পর প্রো লিগের তারকাদের নিয়ে একটা দল গড়ে পিএসজির সঙ্গে ম্যাচ খেলানো হয়। সেখানেই সর্বশেষ দেখা হয়েছিল তাদের। এর পর কোনো পুরস্কার বিতরণীতেও দেখা হয়নি। ফিফা বিশ্বকাপ জেতার পর পরই দ্য বেস্ট জিতেছিলেন মেসি। সেখানেও ছিলেন না রোনালদো। মূলত ইউরোপ ছাড়ার পর দু’জনের পথটা ভিন্নই হয়ে যায়।

যাক সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি রাত ১২টায় কিংডম অ্যারেনায় আল নাসরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেখানে যে তারার মেলা বসতে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার আগেই ম্যাচ খেলবে মেসিরা। সেটি আবার নেইমারের ক্লাব আল হিলালের সঙ্গে। একই ভেন্যুতে ২৯ জানুয়ারি রাত ১২টায় আল হিলাল নামবে ইন্টার মায়ামির বিপক্ষে। যদিও ইনজুরির কারণে ম্যাচটি খেলা হবে না নেইমারের। হয়তো দর্শক সারিতে দেখা যেতে পারে তাঁকে। সূত্র : সমকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি-রোনালদো ‘ক্ল্যাসিকো’র অপেক্ষায় সৌদি

প্রকাশের সময় : ০৩:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

দুই তারকা স্পেনে থাকাকালে লড়াইটা বেশ জমত। দর্শকরাও মন দিয়ে উপভোগ করতেন সেই লড়াই। তা ছাড়া দু’জন ছিলেন দুই জায়ান্ট ক্লাবের প্রাণভোমরা। সেদিক থেকেও সবার আগ্রহের কেন্দ্রে থাকতেন তারা। ফুটবল পায়ে তাদের কারিকুরিও চলত দারুণ। সব মিলিয়ে ইউরোপে তখন রোনালদো-মেসি মুখোমুখি মানেই বাড়তি উন্মাদনা।

দু’জন আবার দুই প্রান্তে চলে যাওয়ায় সেই রোমাঞ্চের সুতায় অনেকটাই টান পড়েছে। তবে একেবারে হারিয়ে যায়নি। এখনও তাই কোনো মঞ্চে তারা এক হলে জমে ওঠে আসর। দর্শকরাও হইচই লাগিয়ে দেন। অপেক্ষা করেন ঘড়ি ধরে। গুনতে থাকেন প্রহর। এই যেমন সৌদিতে ১ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে তারা। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশির চোট অনেকটাই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সিআর সেভেন সমর্থকদের। কিন্তু সেই চোট থেকে অনেকটাই নাকি সেরে উঠেছেন তিনি। সে ক্ষেত্রে দু’জনের দেখা হওয়ার সম্ভাবনাও জেগেছে।

এরই মধ্যে রিয়াদে পৌঁছে গেছে মেসি বাহিনী। ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার আগেও সৌদিতে একটা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দু’জন। তখন মেসি পিএসজির খেলোয়াড়। সবে বিশ্বকাপ জিতে প্যারিসে যান। সেখান থেকে আবার সৌদিতে। এর পর প্রো লিগের তারকাদের নিয়ে একটা দল গড়ে পিএসজির সঙ্গে ম্যাচ খেলানো হয়। সেখানেই সর্বশেষ দেখা হয়েছিল তাদের। এর পর কোনো পুরস্কার বিতরণীতেও দেখা হয়নি। ফিফা বিশ্বকাপ জেতার পর পরই দ্য বেস্ট জিতেছিলেন মেসি। সেখানেও ছিলেন না রোনালদো। মূলত ইউরোপ ছাড়ার পর দু’জনের পথটা ভিন্নই হয়ে যায়।

যাক সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি রাত ১২টায় কিংডম অ্যারেনায় আল নাসরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেখানে যে তারার মেলা বসতে যাচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার আগেই ম্যাচ খেলবে মেসিরা। সেটি আবার নেইমারের ক্লাব আল হিলালের সঙ্গে। একই ভেন্যুতে ২৯ জানুয়ারি রাত ১২টায় আল হিলাল নামবে ইন্টার মায়ামির বিপক্ষে। যদিও ইনজুরির কারণে ম্যাচটি খেলা হবে না নেইমারের। হয়তো দর্শক সারিতে দেখা যেতে পারে তাঁকে। সূত্র : সমকাল।