লাইপজিগকে হারিয়ে শেষ আটে রিয়াল
- প্রকাশের সময় : ০২:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৪৫ বার পঠিত
চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। দুই লেগ মিলে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব লাইপজিগের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। লাইপজিগ একাধিক সুযোগ নষ্ট না করলে কার্লো আনচেলত্তির দলকে খারাপ কিছু দেখতে হতো। ম্যাচের শুরু থেকেই লাইপজিগ তুলনামূলকভাবে এগিয়ে ছিল। একাধিক সুবর্ণ সুযোগ তারা নষ্ট করে। তবে দ্বিতীয়ার্ধে রিয়াল তাদের আক্রমণের ধার বাড়ায়। তার ফল পেয়ে যায় কিছুক্ষণ পর।
জুড বেলিংহ্যামের পাস থেকে ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। কিন্তু তিন মিনিট পর উইলি ওরবান হেড থেকে গোল করলে সমতায় ফেরে লাইপজিগ। পরে উভয় দল বেশ কিছু চেষ্টা করলেও কেউ গোলের দেখা পায়নি। ফলে দুই লেগ মিলে ২-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে রিয়াল।
এনিয়ে ১৪ বছরে ১২তম কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল। এই সময়ে তারা পাঁচটি শিরোপা জিতেছে। এরই মধ্যে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। বাকি দলগুলো চূড়ান্ত হবে আগামী সপ্তাহের খেলা শেষে। সূত্র : আমাদের সময়।