নিউইয়র্ক ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গ্যাভিকে দলে ভেড়াতে চায় পিএসজি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫ বার পঠিত

কিলিয়ান এমবাপে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর পরই কয়েকজন বড় তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ফরাসি তারকার অভাব পূরণের পাশাপাশি মিডফিল্ডের শক্তি বৃদ্ধির জন্য বার্সেলোনার গ্যাভিকে দলে ভেড়ানোর জোরালো আগ্রহ প্রকাশ করেছে ফ্রেঞ্চ ক্লাবটি। স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডারের প্রতি আগ্রহের খবরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বার্সেলোনা কিংবদন্তী ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ। তাকে বার্সার ভবিষ্যত অধিনায়ক আখ্যায়িত করে ক্লাব না ছাড়ার কথা বলেছেন কাতালানদের কোচ।

শুক্রবারে একটি প্রেস কনফারেন্সে গ্যাভির প্রতি পিএসজির আগ্রহ প্রসঙ্গে জাভি বলেন, “গ্যাভিকে অবশ্যই বার্সেলোনায় থাকতে হবে। সে একজন কিউল। আমার মতে সে বার্সেলোনার ভবিষ্যত অধিনায়ক, তাকেই সামনে ক্লাবের হাল ধরতে হবে। এর কোন সমাধান নেই। যতই খেলোয়াড় বিক্রির কথা বলা হোক না কেন, গ্যাভি কে বিক্রি করা মোটেই উচিত হবে না।“ স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডার বার্সার হয়ে চলতি মৌসুমে ১৫ টি ম্যাচ খেলেছে। গত নভেম্বরে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে যায় তরুণ এই প্রতিভাবান ফুটবলার।

বার্সেলোনার মূল দলে অভিষেকের পরপরই মিডফিল্ডে আলো ছড়াতে শুরু করেছিলেন গ্যাভি। নিয়মিত পারফর্ম করায় কোচের মনোযোগ আকর্ষণ করে দলের মধ্যভাগের অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

গ্রীষ্মকালীন ট্রান্সফারে বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলে কে সাইন করানোর পর এবারো বার্সেলোনার মিডফিল্ডে নজর দিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা। গ্যাভির পাশাপাশি বার্সেলোনার মিডফিল্ডের আরেক মধ্যমণি ফ্রাংকি ডি ইয়ংয়েরও ক্লাব ছাড়ার রিউমার শোনা যাচ্ছে। ডি ইয়ংয়ের ব্যাপারে কোচ জাভি স্পষ্ট করে কিছু বলেনি। তার ভাষ্যমতে ডি ইয়ংয়ের ব্যাপারে কথা বলার জন্য এটা সঠিক সময় না। সিজন শেষে এই ব্যাপারে কথা বলতে মিটিংয়ে বসবে ক্লাব এবং ডি ইয়ং। সূত্র : প্রতিদিনের সংবাদ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গ্যাভিকে দলে ভেড়াতে চায় পিএসজি

প্রকাশের সময় : ০১:২৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

কিলিয়ান এমবাপে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর পরই কয়েকজন বড় তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ফরাসি তারকার অভাব পূরণের পাশাপাশি মিডফিল্ডের শক্তি বৃদ্ধির জন্য বার্সেলোনার গ্যাভিকে দলে ভেড়ানোর জোরালো আগ্রহ প্রকাশ করেছে ফ্রেঞ্চ ক্লাবটি। স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডারের প্রতি আগ্রহের খবরে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বার্সেলোনা কিংবদন্তী ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ। তাকে বার্সার ভবিষ্যত অধিনায়ক আখ্যায়িত করে ক্লাব না ছাড়ার কথা বলেছেন কাতালানদের কোচ।

শুক্রবারে একটি প্রেস কনফারেন্সে গ্যাভির প্রতি পিএসজির আগ্রহ প্রসঙ্গে জাভি বলেন, “গ্যাভিকে অবশ্যই বার্সেলোনায় থাকতে হবে। সে একজন কিউল। আমার মতে সে বার্সেলোনার ভবিষ্যত অধিনায়ক, তাকেই সামনে ক্লাবের হাল ধরতে হবে। এর কোন সমাধান নেই। যতই খেলোয়াড় বিক্রির কথা বলা হোক না কেন, গ্যাভি কে বিক্রি করা মোটেই উচিত হবে না।“ স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডার বার্সার হয়ে চলতি মৌসুমে ১৫ টি ম্যাচ খেলেছে। গত নভেম্বরে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে যায় তরুণ এই প্রতিভাবান ফুটবলার।

বার্সেলোনার মূল দলে অভিষেকের পরপরই মিডফিল্ডে আলো ছড়াতে শুরু করেছিলেন গ্যাভি। নিয়মিত পারফর্ম করায় কোচের মনোযোগ আকর্ষণ করে দলের মধ্যভাগের অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

গ্রীষ্মকালীন ট্রান্সফারে বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলে কে সাইন করানোর পর এবারো বার্সেলোনার মিডফিল্ডে নজর দিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা। গ্যাভির পাশাপাশি বার্সেলোনার মিডফিল্ডের আরেক মধ্যমণি ফ্রাংকি ডি ইয়ংয়েরও ক্লাব ছাড়ার রিউমার শোনা যাচ্ছে। ডি ইয়ংয়ের ব্যাপারে কোচ জাভি স্পষ্ট করে কিছু বলেনি। তার ভাষ্যমতে ডি ইয়ংয়ের ব্যাপারে কথা বলার জন্য এটা সঠিক সময় না। সিজন শেষে এই ব্যাপারে কথা বলতে মিটিংয়ে বসবে ক্লাব এবং ডি ইয়ং। সূত্র : প্রতিদিনের সংবাদ।