এমবাপ্পেকে প্রথমার্ধে বসিয়ে পয়েন্ট হারাল পিএসজি
- প্রকাশের সময় : ০১:৪৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৬৬ বার পঠিত
মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাবেন। ফরাসি ফরোয়ার্ডকে ছাড়া কীভাবে চলবে পিএসজির—সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিয়েছেন পার্ক দে প্রিন্সেসের কোচ লুইস এনরিকে। কয়েক দিন আগে স্প্যানিশ কোচ জানান, এমবাপ্পেকে ছাড়া যাতে দলের বাকিরা খেলায় অভ্যস্ত হতে পারে তার জন্য দলের সবচেয়ে বড় তারকাকে বদলি হিসেবে খেলাচ্ছেন।
এনরিকের যে কথা সেই কাজ। আজ আবারও বদলি হতে হলো এমবাপ্পেকে। এবার নামলেন বিরতির পর। ৭৩ মিনিটে গনসালো রামোসের বদলি হিসেবে মাঠে নামেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। ততক্ষণে রেইমসের বিপক্ষে ম্যাচটি সমতায় ২-২ ব্যবধানে। মাঠে নামলেও পিএসজিকে জেতাতে পারেননি এমবাপ্পে। একই ব্যবধানে থেকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।
এ নিয়ে লিগ আঁর চলতি মৌসুমে টানা ৩ ম্যাচে ড্র করল পিএসজি। তবে আজ ঘরের মাঠে পয়েন্ট হারালেও ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এনরিকের দল। দুইয়ে থাকা ব্রেস্টের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে তারা।
রেইমসের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। ১১ মিনিট পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে। ২ মিনিট পর রামোস এগিয়ে দেন পিএসজিকে। রেইমস প্রথমার্ধের শেষ মিনিটে সেই গোল শোধ দেয়।
আজ প্রিমিয়ার লিগের বড় জয় পেয়েছে টটেনহাম। ৬৫ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া অ্যাস্টন ভিলাকে তাদের মাঠ ভিলা পার্কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পার্সরা। এ জয়ে ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে থাকল টটেনহাম। সূত্র : আজকের পত্রিকা।