নিউইয়র্ক ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রোনালদোর গোলে জয়ের ধারায় নাসের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ৪৬ বার পঠিত

সৌদি প্রো লীগে আল আহলির বিপক্ষে আল নাসেরের ম্যাচটির ভাগ্য গড়ে দিতে বসেছিল ভিএআর।দুই দফা দুই দলের করা গোল মাঠের রেফারির সবুজ সংকেত পেলেও বাতিল হয় এই ভার্চুয়াল গোল প্রযুক্তির চোখে।

চাপে থাকা নাসেরকে এদিন প্রথমার্ধের শেষদিকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। তবে ভিআর রিপ্লতে দেখা যায় গোলের আগে অফ সাইড ছিলেন পর্তুগিজ মহাতারকা। ৫৭ মিনিটে আহলির হয়ে রবার্তো ফিরমিনোর করা গোলটিও ভিএআর চেকে একিই কারনে বাতিল হয়। গোলপোস্ট বাধা হলে অবশ্য আহলি এগিয়ে যেতে পারত বিরতির আগেই।

তবে ভিএআরকে ম্যাচের শেষ ভাগ্য লিখতে দেননি রোনালদো । বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উজ্জীবিত নাসেরকে ৬৮ তম মিনিটে সফল স্পটকিকে জয়সূচক গোলটি এনে দেন সিআর সেভেন।এ নিয়ে টানা দুই ম্যাচ পেনাল্টি থেকে গোল পেলেন রোনালদো। ১-০ ব্যবধানের এ জয়ে টানা দুই ম্যাচ পর সউদী প্রো লিগে জয়ের ধারায় ফিরল আল নাসের।

তবে জয় পেলেও এখনো প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রোনালদোর দল।২৪ ম্যাচে ১৮ জয় ও ২ ড্র থেকে নাসেরের সংগ্রহ ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে নেইমারের হিলাল। সূত্র : দৈনিক ইনকিলাব।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রোনালদোর গোলে জয়ের ধারায় নাসের

প্রকাশের সময় : ০১:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

সৌদি প্রো লীগে আল আহলির বিপক্ষে আল নাসেরের ম্যাচটির ভাগ্য গড়ে দিতে বসেছিল ভিএআর।দুই দফা দুই দলের করা গোল মাঠের রেফারির সবুজ সংকেত পেলেও বাতিল হয় এই ভার্চুয়াল গোল প্রযুক্তির চোখে।

চাপে থাকা নাসেরকে এদিন প্রথমার্ধের শেষদিকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। তবে ভিআর রিপ্লতে দেখা যায় গোলের আগে অফ সাইড ছিলেন পর্তুগিজ মহাতারকা। ৫৭ মিনিটে আহলির হয়ে রবার্তো ফিরমিনোর করা গোলটিও ভিএআর চেকে একিই কারনে বাতিল হয়। গোলপোস্ট বাধা হলে অবশ্য আহলি এগিয়ে যেতে পারত বিরতির আগেই।

তবে ভিএআরকে ম্যাচের শেষ ভাগ্য লিখতে দেননি রোনালদো । বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উজ্জীবিত নাসেরকে ৬৮ তম মিনিটে সফল স্পটকিকে জয়সূচক গোলটি এনে দেন সিআর সেভেন।এ নিয়ে টানা দুই ম্যাচ পেনাল্টি থেকে গোল পেলেন রোনালদো। ১-০ ব্যবধানের এ জয়ে টানা দুই ম্যাচ পর সউদী প্রো লিগে জয়ের ধারায় ফিরল আল নাসের।

তবে জয় পেলেও এখনো প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে আছে রোনালদোর দল।২৪ ম্যাচে ১৮ জয় ও ২ ড্র থেকে নাসেরের সংগ্রহ ৫৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে নেইমারের হিলাল। সূত্র : দৈনিক ইনকিলাব।