সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ না করায় অবাক মঈন আলী
- প্রকাশের সময় : ১২:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৪ বার পঠিত
শুরু থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার কোচিংয়েই বিপিএলে টানা তিন বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের দায়িত্ব না পেলেও ঘরোয়া ক্রিকেট দাপটের সঙ্গে কোচিং করাচ্ছেন দেশের অন্যতম সেরা এই কোচ। তার অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিন মৌসুম ধরে খেলছেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডারের চোখে, বিশ্বের সেরা ৫ কোচের একজন সালাউদ্দিন। সালাউদ্দিনকে জাতীয় দলের দায়িত্ব না দেয়ায় অবাক হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
বিপিএলের সফলতম কোচ সালাউদ্দিন। তার কোচিংয়েই বিপিএলে সর্বোচ্চ ৪ শিরোপা জিতেছে কুমিল্লা। ২০২৪ আসরেও দাপট দেখাচ্ছে দলটি। রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। রাউন্ড রবিন লীগ পর্বে নিজেদের ১০ম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের কোচ সালাউদ্দিনকে প্রশংসায় ভাসান কুমিল্লার মঈন আলী। তিনি বলেন, ‘সালাউদ্দিন আমার দেখা অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য তিনি দারুণ। আমার মতে, তিনি বাংলাদেশের সেরা কোচ।’
সালাউদ্দিন এখনো বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব না পাওয়ায় বিস্মিত মঈন। তিনি বলেন, ‘তিনি (সালাউদ্দিন) কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছিল কিনা। সে যাই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ। বিশ্বের সেরা ৫ কোচের একজন তিনি।’
এনিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের তৃতীয় আসর খেলছেন মঈন। ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে ইংলিশ তারকা বলেন, ‘এখানে আমি খুবই কমফোর্টেবল। কুমিল্লার হয়ে খেলতে আমি খুবই পছন্দ করি। শুরু থেকেই আমাদের দল সবসময় ভালো। তাদের সঙ্গে ৩ বছর হয়ে গেল, খুবই উপভোগ করছি।’ সূত্র : মানবজমিন।