বিস্ফোরক সেঞ্চুরিতে আবারো রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল
- প্রকাশের সময় : ০১:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৮ বার পঠিত
নভেম্বরে ভারতের রোহিত শর্মার বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ডে ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সেঞ্চুরি করে ম্যাক্সওয়েলকে টপকে যান ভারত অধিনায়ক রোহিত। এক মাস না পেরোতেই আবার রোহিতকে ছুঁয়ে ফেললেন ম্যাক্সওয়েল। অ্যাডিলেডে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারায় অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিং করে এদিন ২৪১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। চারে নেমে ১২টি চারের সঙ্গে ৬টি ছক্কায় ৫৫ বলে ১২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। জবাবে ২০৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। জনসন চার্লস ও নিকোলাস পুরান আগ্রাসী শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি। চার্লস করেন ১১ বলে ২৪ আর পুরানের ব্যাট থেকে আসে ১০ বলে ১৮ রান। শাই হোপ ফেরেন শূন্য রানে। আন্দ্রে রাসেল ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়ে দেন অজি পেসার মার্কাস স্টয়নিস। ১৬ বলে ৩৭ রান করেন তিনি। একপাশে উইকেট হারালেও অন্যপাশে রানের চাকা সচল রাখেন অধিনায়ক রভম্যান পাওয়েল। তবে শেষ পর্যন্ত তার ৩৬ বলে ৬৩ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমায়। শেষদিকে ১৬ বলে ২৮ রানের ক্যামিও খেলেন জেসন হোল্ডার।
এর আগে ব্যাটিং করতে নেমে ৬৪ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফিরে যান ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও জস ইংলিশ। এরপর চার নম্বরে নেমে শুরু থেকেই তাণ্ডব চালানো শুরু করেন ম্যাক্সওয়েল। ২৫ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। সেখান থেকে তিন অঙ্কে পৌঁছাতেও তার লাগে ৫০ বল। সর্বশেষ ৩ ইনিংসে এটি ম্যাক্সওয়েলের এটি দ্বিতীয় শতক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরি করে ১৪৩ ইনিংস লাগে রোহিত শর্মার। যেখানে ৪৯ ইনিংস কম খেলেই ৫ সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। অবশ্য তালিকায় এরপর থাকা ভারতের সূর্যকুমার যাদব অবশ্য ৪টি সেঞ্চুরি করেন মাত্র ৫৭ ইনিংসে। চেক প্রজাতন্ত্রের সাবাউন ডাজিভি ৩১টি ইনিংসেই আবার করেন ৩টি শতক সেঞ্চুরি। তবে এক জায়গায় বাকিদের থেক অনেক বেশি এগিয়ে ম্যাক্সওয়েল। পাঁচটি সেঞ্চুরির চারটিই করেন চার বা এর পরে নেমে। এত পরে নেমে এতগুলো সেঞ্চুরি নেই আর কারও। দ্বিতীয় সর্বোচ্চ সূর্যকুমার যাদবের আছে ৩টি। সূত্র : মানবজমিন।