ব্রেন্টফোর্ডকে একহালি দিয়ে শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল
- প্রকাশের সময় : ০১:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৫ বার পঠিত
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দারুণ লড়াই জমে উঠেছে। লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি- এই তিনটি দলের মধ্যে তুমুল লড়াই। লিগের শেষ মুহুর্তে এসে তো এটা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরিণত হয়েছে। শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে গোল উৎসবে মেতেছে লিভারপুল। ব্রেন্টফোর্ডকে ১-৪ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। মোট কথা ব্রেন্টফোর্ডের জালে একহালি গোল দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অলরেডরা।
লিভারপুলের হয়ে গোল চারটি করেন ডারউইন নুনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, মোহাম্মদ সালাহ এবং কোডি গাকপো। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন ইভান টোনি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে ২৫ ম্যাচ ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অল রেডরা। ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে এই প্রথম জয়ের দেখা পেলেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
ইনজুরি থেকে ফিরেই গোলের দেখা পেলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে আফ্রিকান কাপ অব নেশন্স পুরো শেষ না করেই চলে আসতে হয় তাকে। প্রায় মাস খানেক পর আবারও মাঠে নামলেন তিনি। ৪৪তম মিনিটে দিয়েগো হোতার পরিবর্তে মাঠে নেমে ৬৮তম মিনিটে গোলও করলেন তিনি।
৩৫তম মিনিটে উরুগুইয়ান তারকা ডারউইন নুনেজ গোলের সূচনা করেন । ৫৫ মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যবধান দ্বিগুন করেন। ৬৮ মিনিটে মোহাম্মদ সালাহর পর ৮৬তম মিনিটে হালি পূর্ণ করেন ডাচ তারকা কোডি গাকপো। ৭৫তম মিনিটে ইভান টোনি এক গোল করে ব্যবধান কমান।
এমনিতেই ক্লপ রয়েছেন ইনজুরি সমস্যায়। বেশ কয়েকজন ফুটবলার আগে থেকেই ইনজুরিতে। তারা হলেন গোলরক্ষক অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ডমিনিক সবজলাই। শনিবার সেই দলে যোগ দিয়েছেন কার্টিস জোন্স এবং দিয়েগো হোতা। সূত্র : জাগোনিউজ।