নিউইয়র্ক ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রিশাদের ব্যাটিংয়ে হতভম্ভ লঙ্কান অধিনায়ক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৪৬ বার পঠিত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে বসে টাইগাররা। এতে সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার ক্যামিওতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

সিরিজ জয়ের তৃতীয় ও শেষ ম্যাচে অবশ্য ব্যাট হাতে বাংলাদেশ ধুকতেছিলো। ঠিক তখনই ১৮ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার রিশাদ হোসেন। আর তার এই ক্যামিও ইনিংস বাংলাদেশকে সিরিজ নিশ্চিত করে। তবে রিশাদের এমন ব্যাটিং আশা করেননি লঙ্কানরা।

রিশাদকে নিয়ে আলাদা করে ম্যাচ শেষে লঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে বলেন, ওকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের উপরও পড়ে।

লিয়ানাগে বলেন, আজকের ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। উইকেট ভালো থাকায় আমরা আগে ব্যাট করতে চেয়েছি। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব রয়েছে, প্রথম ১০ ওভারে অনেক ভালো বল করেছে। ওরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে, ওরাই জিতেছে। সূত্র : প্রতিদিনের সংবাদ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রিশাদের ব্যাটিংয়ে হতভম্ভ লঙ্কান অধিনায়ক

প্রকাশের সময় : ১২:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে বসে টাইগাররা। এতে সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার ক্যামিওতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

সিরিজ জয়ের তৃতীয় ও শেষ ম্যাচে অবশ্য ব্যাট হাতে বাংলাদেশ ধুকতেছিলো। ঠিক তখনই ১৮ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার রিশাদ হোসেন। আর তার এই ক্যামিও ইনিংস বাংলাদেশকে সিরিজ নিশ্চিত করে। তবে রিশাদের এমন ব্যাটিং আশা করেননি লঙ্কানরা।

রিশাদকে নিয়ে আলাদা করে ম্যাচ শেষে লঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে বলেন, ওকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের উপরও পড়ে।

লিয়ানাগে বলেন, আজকের ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। উইকেট ভালো থাকায় আমরা আগে ব্যাট করতে চেয়েছি। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব রয়েছে, প্রথম ১০ ওভারে অনেক ভালো বল করেছে। ওরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে, ওরাই জিতেছে। সূত্র : প্রতিদিনের সংবাদ।