ভারতে ফিরেই কটাক্ষের শিকার কোহলি
- প্রকাশের সময় : ১২:৫৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৪২ বার পঠিত
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে দাঁড়াতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবশেষ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি বিরাট কোহলি। আগামী শুক্রবার থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে বিদেশ থেকে দেশে ফিরেছেন ভারতীয় সাবেক অধিনায়ক। দেশে ফিরে কটাক্ষের শিকার হয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যান।
এক নেটিজেন বললেন, ‘অবশেষে আইপিএলে খেলার জন্য দেশে ফিরলেন বিরাট কোহলি; কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নিরিখে অনেকটা দেরি করে ফেললেন। আমরা ওকে মিস করেছি।’ অপর এক নেটিজেন বলেন, ‘অবশেষে বাদশা এলেন। এবার আইপিএলে রান করুন। টেস্ট সিরিজ তো আসতেই থাকবে।’
একই সুরে এক নেটিজেন বলেন, ‘দেশের জন্য খেলতে পারেননি। কিন্তু আইপিএল খেলতে চলে এলেন।’ অবশ্য বিরাট কোহলি নিজে কোনো মন্তব্য করেননি। বিমানবন্দরে ভালো মেজাজেই ছিলেন। সূত্র : যুগান্তর।