নিউইয়র্ক ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতই চালায় ক্রিকেট, দাবি ক্রিস গেইলের

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ১৩৬ বার পঠিত

ক্রিস গেইল

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব-প্রতিপত্তির বিষয়টি এখন ওপেন সিক্রেট। আইসিসিও ভারতের কাছে নতজানু। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিরপেক্ষ হলেও বেশ কিছু সময় ভারতের প্রতি যে তারা আলাদা সুবিধা দেয়, তা বলার অপেক্ষা রাখে না। এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।

ভারতের এক ইউটিউভ চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘কেউ ভারতের উপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

তিনি আরও বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতই চালায় ক্রিকেট, দাবি ক্রিস গেইলের

প্রকাশের সময় : ০৮:১৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব-প্রতিপত্তির বিষয়টি এখন ওপেন সিক্রেট। আইসিসিও ভারতের কাছে নতজানু। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিরপেক্ষ হলেও বেশ কিছু সময় ভারতের প্রতি যে তারা আলাদা সুবিধা দেয়, তা বলার অপেক্ষা রাখে না। এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।

ভারতের এক ইউটিউভ চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘কেউ ভারতের উপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেছেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

তিনি আরও বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন।