নিউইয়র্ক ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফ্লোরিয়ানের রেকর্ড গড়া গোলে ফ্রান্সকে হারালো জার্মানি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৬৪ বার পঠিত

লিওঁর গ্রুপামা স্টেডিয়ামের উপস্থিত ৬০ হাজার ছুঁই ছুঁই দর্শক। সবাই হয়তো নিজের চেয়ারে ঠিকমতো বসেও পারেননি। তার আগেই ফ্রান্সের জালে বল পাঠিয়ে দেন জার্মানির ফ্লোরিয়ান ভাইর্টৎস। ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড! জার্মানির ফুটবল ইতিহাসে এখন এটাই দ্রুততম গোলের রেকর্ড। এই ম্যাচে অবসর ভেঙে ফেরেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তার রেকর্ড আর ফ্লোরিয়ানের রেকর্ডে ফ্রান্সকে হারায় জার্মানি। শনিবার ফ্রান্সের মাঠে শনিবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ফ্লোরিয়ান ভাইর্টৎস শুরুতে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে ফ্রান্স। দুটিই জার্মানদের বিপক্ষে।

এদিন কিক অফ হতে না হতেই ২৫ গজ দূর থেকে ফ্রান্সের জাল কাঁপিয়ে দেন ফ্লোরিয়ান ভাইর্টৎস। ম্যাচের সপ্তম সেকেন্ডে করা গোলে তিনি ভাঙেন লুকাস পোডলস্কির রেকর্ড। জার্মানির জার্সিতে এর আগে দ্রুততম রেকর্ডটা ছিল তারই। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৯ সেকেন্ডে গোল করেন পোডলস্কি। আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম গোল এটি। এই ম্যাচ শুরুর ঘন্টা তিনেক আগে স্লোভাকিয়ার বিপক্ষে দ্রুততম ৬ সেকেন্ডে গোলের বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। ভাইর্টৎসকে এদিন বলের জোগান দেন টনি ক্রুস। যিনি ৩ বছর পর অবসর ভেঙে এই ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন।

ম্যাচের পর এই গোল নিয়ে ক্রুস বলেন, ’ম্যাচের আগে আমরা এটা অনুশীলন করেছি। আসলে এভাবে গোল করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল।’ আর ঘরের মাঠে আগামী জুনুজুলাইয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার আগে ফ্রান্সের বিপক্ষে টানা দুই জয় স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন জার্মান কোচ নাগলসমান। তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আজ দারুণ খেলেছি এবং সঠিক পথেই আছি।’ দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। সতীর্থের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বাঁ দিকের বাইলাইন থেকে মুসিয়ালার দেওয়া বল ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ। শেষ দিকে কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়াতে পারতো জার্মানরা। সূত্র : মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফ্লোরিয়ানের রেকর্ড গড়া গোলে ফ্রান্সকে হারালো জার্মানি

প্রকাশের সময় : ০১:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

লিওঁর গ্রুপামা স্টেডিয়ামের উপস্থিত ৬০ হাজার ছুঁই ছুঁই দর্শক। সবাই হয়তো নিজের চেয়ারে ঠিকমতো বসেও পারেননি। তার আগেই ফ্রান্সের জালে বল পাঠিয়ে দেন জার্মানির ফ্লোরিয়ান ভাইর্টৎস। ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড! জার্মানির ফুটবল ইতিহাসে এখন এটাই দ্রুততম গোলের রেকর্ড। এই ম্যাচে অবসর ভেঙে ফেরেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তার রেকর্ড আর ফ্লোরিয়ানের রেকর্ডে ফ্রান্সকে হারায় জার্মানি। শনিবার ফ্রান্সের মাঠে শনিবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ফ্লোরিয়ান ভাইর্টৎস শুরুতে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে ফ্রান্স। দুটিই জার্মানদের বিপক্ষে।

এদিন কিক অফ হতে না হতেই ২৫ গজ দূর থেকে ফ্রান্সের জাল কাঁপিয়ে দেন ফ্লোরিয়ান ভাইর্টৎস। ম্যাচের সপ্তম সেকেন্ডে করা গোলে তিনি ভাঙেন লুকাস পোডলস্কির রেকর্ড। জার্মানির জার্সিতে এর আগে দ্রুততম রেকর্ডটা ছিল তারই। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৯ সেকেন্ডে গোল করেন পোডলস্কি। আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম গোল এটি। এই ম্যাচ শুরুর ঘন্টা তিনেক আগে স্লোভাকিয়ার বিপক্ষে দ্রুততম ৬ সেকেন্ডে গোলের বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। ভাইর্টৎসকে এদিন বলের জোগান দেন টনি ক্রুস। যিনি ৩ বছর পর অবসর ভেঙে এই ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন।

ম্যাচের পর এই গোল নিয়ে ক্রুস বলেন, ’ম্যাচের আগে আমরা এটা অনুশীলন করেছি। আসলে এভাবে গোল করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল।’ আর ঘরের মাঠে আগামী জুনুজুলাইয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার আগে ফ্রান্সের বিপক্ষে টানা দুই জয় স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন জার্মান কোচ নাগলসমান। তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আজ দারুণ খেলেছি এবং সঠিক পথেই আছি।’ দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। সতীর্থের ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বাঁ দিকের বাইলাইন থেকে মুসিয়ালার দেওয়া বল ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ। শেষ দিকে কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়াতে পারতো জার্মানরা। সূত্র : মানবজমিন।