তুরস্কের ফুটবল মাঠে মারামারি, মানতে পারছেন না ফিফা সভাপতি
- প্রকাশের সময় : ১২:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৮১ বার পঠিত
তুরস্কের শীর্ষ লিগে ঘটেছে মারামারির ঘটনা। রবিবার ত্রাবজনস্পোরের সমর্থকেরা মাঠে ঢুকে ফেনেরবাচের খেলোয়াড়দের ওপর আক্রমণ করেছেন। বিষয়টি মানতে পারছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। টার্কিশ সুপার লিগে ত্রাবজোন্সপোর বিপক্ষে ম্যাচটি ফেনেরবাচ ৩-২ গোলে জিতলে ঘটে এমন কাণ্ড। রেফারির বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে পড়েন ত্রাবজনস্পোরের একদল সমর্থক।
ঘটনার সময়কার বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাঠে ঢুকে জয়ের উচ্ছ্বাস করতে থাকা ফেনারবাচের খেলোয়াড়দের দিকে তেড়ে যাচ্ছেন ত্রাবজনস্পোরের সমর্থকরা। এদের মধ্যে কেউ কেউ তাদের মারতে উদ্যত হন। ফেনারবাচের খেলোয়াড়রা ওই উগ্র সমর্থকদের দিকে তেড়ে গেলে ত্রাবজনস্পোরের আরও সমর্থক মাঠে ঢুকে যান। এ ঘটনায় ১২ জন দর্শককে টার্কিশ পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।
এই ঘনটার নিন্দা জানিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘টার্কিশ সুপার লিগে ত্রাবজোন্সপোর ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচের যে সহিংসতা হয়েছে সেটি একেবারেই অগ্রহণযোগ্য। মাঠে বা মাঠের বাইরে কিংবা আমাদের খেলায় বা সমাজে এর কোনো স্থান নেই। যেই খেলা সারা বিশ্বের অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে, সেটা খেলার জন্য সব খেলোয়াড়কে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে।’ সূত্র : আমাদের সময়।