আইপিএলের আগে ‘প্রাইম স্পোর্টসের’ ব্যাট নিয়ে আলোচনায় ধোনি

- প্রকাশের সময় : ০৩:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮০ বার পঠিত
আইপিএলের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে রেকর্ড শিরোপা জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক টুর্নামেন্টের এবারের মৌসুমেও খেলবেন। আসন্ন মৌসুম শেষেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন বলেও ধারণা করা হচ্ছে।
আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন ধোনি। রাঁচিতে ব্যাট হাতে অনুশীলনও করতে দেখা গেছে তাকে। আর ধোনির অনুশীলনের একটি ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে আলোচনা। নেটে অনুশীলনরত ধোনির একটি ছবিতে দেখা যায় প্রাইম স্পোর্টসের স্টিকার লাগানো একটি ব্যাট দিয়ে খেলছেন ধোনি। আর ধোনির ব্যাটে প্রাইম স্পোর্টসের স্টিকার নিয়েই শুরু হয়েছে আলোচনা।
প্রাইম স্পোর্টস মূলত রাঁচির একটি দোকানের নাম যেখানে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিক্রি করা হয়। এই দোকানের মালিক ধোনির ঘনিষ্ঠ বন্ধু পরমজিত সিং। পরমজিত ‘ছোটু ভাইয়া’ হিসেবেও পরিচিত। ধোনির ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমনকি ধোনির প্রথম ব্যাটের স্পন্সর পাইয়ে দিতেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন প্রাইম স্পোর্টসের মালিক পরমজিত। ২০১৬ সালে ধোনির জীবনী নিয়ে নির্মিত হয় চলচ্চিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এই সিনেমাতেও ধোনি, পরমজিত এবং প্রাইম স্পোর্টসের গল্প ওঠে এসেছিল।
এবার নিজের শেষ আইপিএল মৌসুমের আগে এই প্রাইম স্পোর্টসের স্টিকার নিজের ব্যাটে লাগিয়েই শৈশবের বন্ধুর প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছেন ধোনি। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন আইপিএল মৌসুমে ধোনি প্রাইম স্টিকারের ব্যাটেই খেলবেন।
এদিকে নিজের শেষ আইপিএল মৌসুমকে সামনে রেখে আবার পুরনো রূপে ফিরছেন ধোনি। ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে লম্বা চুল ছিল সাবেক এই ভারতীয় অধিনায়কের। ফের নিজের চুল বড় করছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ধোনিকে বড় চুলে দেখে ইতোমধ্যেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন তাঁর সমর্থকরা। সূত্র : ঢাকা মেইল।