যতই গালি দেন তার পরও ফিরে আসি : কাজী সালাউদ্দিন
- প্রকাশের সময় : ০৩:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৬৯ বার পঠিত
ডিসেম্বরে বাইপাস সার্জারির পর প্রায় এক মাস জার্মানিতে ছিলেন কাজী সালাউদ্দিন। দেশে ফিরে আজ ফিরলেন চেনা আঙিনায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিরেই মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। জানালেন তাঁর সর্বশেষ অবস্থা, ‘আমার কোনো পরিবর্তন আসেনি।
আমি সকাল-বিকাল গরুর মাংস খেয়েছি। দুপুরে স্টেক খেয়েছি, বিকেলে ল্যাম্ব চপ খেয়েছি। ছাড়ার মধ্যে শুধু সিগারেট ছেড়ে দিতে হয়েছে।’ ২০০৮ সালে বাফুফে সভাপতি হওয়ার পর কখনোই এত লম্বা সময় ফেডারেশনের বাইরে থাকতে হয়নি সালাউদ্দিনকে।
সার্জারির পর নতুন জীবন নিয়ে ফেরার পর অনুভূতিটা জানাতে গিয়ে বাফুফে সভাপতি বললেন, ‘যখন ফুটবলে ফিরে আসি তখন মনে হয় এটা আমার পৃথিবী। ফুটবল ভীষণভাবে আমার রক্তে মিশে আছে। আপনারা যতই গালি আমাকে দেন তার পরও যখন আমি এখানে ফিরে আসি। তার মানে এখানে কোনো টাকা-পয়সা নেই।
এ বছরের অক্টোবরে হবে বাফুফের নির্বাচন। শারীরিক এমন অবস্থা নিয়েও আবারও নির্বাচনে দাঁড়াতে দেখা যাবে কি না―এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমি যদি ফুটবল করি, আগের মতোই করব। যদি সিদ্ধান্ত নিই করব না, তাহলে করব না। কোনো জিনিস আমি আধাআধি করব না।
এমন না যে আমি সভাপতি হওয়ার দৌড়ে থাকব কিন্তু আসব না, কাজ করব না; আমি এমনটা করব না। যা করব, করব। না করলে করব না। যে কারণে আমি ফুটবলার হয়েছি, ক্রিকেটে যাইনি। ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়ে শুধু রিপোর্ট করেছি, কিন্তু জয়েন করিনি। কারণ আমি যেটা করব শুধু সেটাই করব।’
ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সালাউদ্দিনের বাসায় গিয়ে দেখা করেছিলেন নাজমুল হাসান পাপন। সেদিন কী কথা হয়েছিল এ নিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘পাপন যখন আমার বাসায় এসেছে আমি জানতাম কী কথা হবে, এবং সেটাই হয়েছে। এটা এমন এক সম্পর্ক যেটা কালকে-আজকে তৈরি হয়নি। অনেক লম্বা সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। পাপন আর আমার মাঝে কখনো কিছু হয়নি, কখনো হওয়ার সুযোগও নেই। আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলেছি।’
সম্প্রতি বাংলাদেশ দলে খেলা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হয় গুঞ্জন। যদিও তা আলোর মুখ দেখেনি। হামজা এখন খেলছেন ইংলিশ ক্লাব লিস্টার সিটির জার্সিতে। দেশটির দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে দলটি। সেখান থেকে লাল-সবুজের জার্সিতে খেলা যে কঠিন সেটা মনে করিয়ে দিলেন সালাউদ্দিন, ‘হামজা ক্লাবের সঙ্গে বুকড। বাঙালি যত কথাই বলুক, কিচ্ছু করতে পারবে না। এটা সম্পূর্ণ হামজার নিজস্ব এবং তার ক্লাবের বিষয়। আমাদের অফিস যোগাযোগ করেছে, হামজা খেলতে চাইলেই খেলতে পারবে এমন না। খেলতে চাইলে আগে তাকে তার ক্লাবের ছাড়পত্র নিতে হবে। তারপর কী তার চাহিদা সেটাও জানতে হবে। সে খেলতে চাইলে আমরা তাকে কেন নেব না? সেধে সেধে নেব। তবে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস, অনেক দূরত্ব আছে।’ সূত্র : কালের কণ্ঠ।