নেপালকে হারিয়ে শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের
- প্রকাশের সময় : ০৪:৫৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা উঠেছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ। খেলায় জোড়া গোল করেছেন মোসাম্মৎ সাগরিকা। অন্য গোলটি করেন মুনকি আক্তার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। ৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। স্বপ্না রানির ফ্রি-কিক গোলরক্ষক ঝাপিয়ে রক্ষা করেন। নেপালের গোলরক্ষক সুজাতাতামাংয়ের হাতে লেগে দিক বদলে বারে প্রতিহত হয়। ফিরতি বলে মুনকি আক্তার বল জালে জড়াতে চেষ্টা করলেও তার শট ডিফেন্ডাররা আটকে দেন। দুই মিনিট পর মুনকি আক্তারের প্রচেষ্টা থামান নেপালের গোলরক্ষক। এরপর আরও দুটি সুযোগ হারায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। নেপালের গোলরক্ষকের দূর্বল শটে স্বপ্নার হেডে বলের নিয়ন্ত্রণে নেন সাগরিকা। সেখান থেকেই বাংলাদেশকে লিড এনে দেন এই ফরোয়ার্ড। দুই মিনিট পর মুনকি আক্তারের দর্শনীয় গোলে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারতো বাংলাদেশের। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতর সাগরিকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে পারেননি আফঈদা খন্দকার। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের।
বিরতির পর নেপাল এক গোল পরিশোধ করলে কিছুটা ভয় জাগে বাংলাদেশ শিবিরে। তবে সাগরিকা দ্বিতীয় গোল করলে সব শঙ্কা উবে যায়। নেপাল বাধা পার হওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠেন মেয়েরা। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় ভারত। সূত্র : সমকাল
হককথা/নাছরিন