অলিম্পিক বাছাইয়ে ব্রাজিলের হার, আর্জেন্টিনার হোঁচট
- প্রকাশের সময় : ০১:০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৪ বার পঠিত
অলিম্পিক বাছাইয়ে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। একই পর্বে জয় পায়নি আর্জেন্টিনাও। রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছে লা আলবাসিলেস্তে যুবারা।
ভেনেজুয়েলায় অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিকের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই। প্রাক-বাছাই পর্ব পেরিয়ে চার দল নিয়ে শুরু হয়েছে বাছাই পর্ব। এখান থেকে সেরা দুই দল পাবে প্যারিসে খেলার মূল পর্বের টিকেট।
সেই লড়াইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারে গেছে ব্রাজিল। আর যোগ করা সময়ের নাটকীয়তায় আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচটি ২-২ ড্র হয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে হারের তিক্ততা উপহার দেন ফাব্রিজিও রামিরেজ। আর যোগ করা সময়ের দশম মিনিটে কেভিন কেলসির পেনাল্টি গোলে জয়বঞ্চিত হয় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ম্যাচটি ছিল চরম নাটকীয়তায় ভরা। ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়, দুটি গোলই আত্মঘাতি! সংঘর্ষে জড়িয়ে ৪৪তম মিনিটে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার ভালেন্তিন বার্কো ও ভেনেজুয়েলার ব্রায়ান্ট কার্মোনা।
৬১ মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। জয়ের পথেই ছিল হাভিয়ের মাচেরানোর দল। কিন্তু যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি পায় স্বাগকিরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালো লুজান। নয় জনের বিধ্বস্ত দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ২টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই রাত পোহালেই ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হবে আগামী রোববার। সূত্র : ইনকিলাব।