বিপিএলের শেষ ভাগে আসছেন ওয়ার্নারসহ বড় তারকারা

- প্রকাশের সময় : ১২:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৫৮ বার পঠিত
বিপিএলের গ্রুপপর্ব প্রায় শেষের পথে। এরই মধ্যে প্লে-অফে নাম লিখিয়েছে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। দ্রুতই ঠিক হয়ে যাবে প্লে-অফের বাকি দুই দলের নামও। রংপুর রাইডার্স বরাবরের মতো শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে গাঁটের সব টাকা খরচ করে।
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, রংপুর চুক্তি করে ফেলেছে সিঙ্গাপুরে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিডের সঙ্গে। একই দলে খেলবেন আরেক অসি তারকা ডেভিড ওয়ার্নার।
এমনকি শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিনের সঙ্গেও নাকি কথা বলে রেখেছে রংপুর। তবে তাকে পাওয়া যাবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগের ফাইনালে আজ (সোমবার) মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স আর সিডনি থান্ডার।
হোবার্টে খেলছেন টিম ডেভিড, সিডনিতে ওয়ার্নার। বিগব্যাশের ফাইনাল খেলেই তারা বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছাবেন। দুই-একদিনের মধ্যে ওয়ার্নার-টিম ডেভিডের এসে যাওয়ার কথা। সূত্র : জাগোনিউজ।