অ্যাথলেটিকোকে পাত্তাই দিলো না বার্সেলোনা
- প্রকাশের সময় : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ৫২ বার পঠিত
অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ বরাবরই প্রতিপক্ষের জন্য কঠিন। সেই মাঠে গিয়েই গোল উৎসব করলো বার্সেলোনা। স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে কাতালুনিয়ারা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল কাতালানরা।
চলতি মৌসুমে এই প্রথম লিগ ম্যাচে ঘরের মাঠে হারল অ্যাথলেটিকো। আগের ১৪ ম্যাচে ১৩টি জিতেছিল, ড্র করেছিল একটিতে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা।ওয়ান্দা মেট্রোপলিটনে শুরুতে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বার্সেলোনা। তবে সময় বাড়ার সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে আসে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ম্যাচের ৩৮তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। মধ্যবিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত লেভানদোভস্কি। আর ৬৫তম মিনিটে ব্যবধান ৩-০ হয় ফারমিন লোপেজ জালের দেখা পেলে।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো পিছিয়ে আট পয়েন্টে। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২। আর তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২। সূত্র : ডেইলি-বাংলাদেশ।