নিউইয়র্ক ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ১২৭ বার পঠিত

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামিমা সুলতানা। দলে ডাক পেয়েছেন নতুন মুখ ফারজানা হক লিসা। আগামী ২১ মার্চ শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো খেলারই ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। মিরপুরেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামী ৩১ মার্চ হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকী দুই ম্যাচে হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ম্যাচ শুরুর সময় সকাল সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টায়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রকাশের সময় : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামিমা সুলতানা। দলে ডাক পেয়েছেন নতুন মুখ ফারজানা হক লিসা। আগামী ২১ মার্চ শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো খেলারই ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। মিরপুরেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামী ৩১ মার্চ হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকী দুই ম্যাচে হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ম্যাচ শুরুর সময় সকাল সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টায়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল। সূত্র : দৈনিক ইত্তেফাক।