নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউজিল্যান্ড সফরেও স্পিন কোচ নেই বাংলাদেশের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৩০ বার পঠিত

তাইজুল ইসলাম (ডানে), মেহেদী হাসান মিরাজ (মাঝখানে) ও নাঈম হাসান। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক : যখন দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলছে ‘ঘূর্ণিযুদ্ধ’, তখন বাংলাদেশ দলের স্পিনাররা ‘অভিভাবকহীন’। অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে কোরি কলিমোর আছেন। ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ ডেভিড হেম্প। তবে স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদদের টেকনিক্যাল বিষয়ে ‘গাইড’ করার মতো এখন কোনো স্পিন কোচ নেই।

রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ গত ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। মিরপুর টেস্টে দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোনো স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের।

এখানেই শেষ নয়, নিজেদের মাঠে টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে। নিউজিল্যান্ডের পেস বোলিং সহায়ক কন্ডিশনে এমনিতেই খাবি খেতে হয় অভিজ্ঞ স্পিনারদের। এই সফরেও কোনো স্পিন বোলিং কোচ থাকছে না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। যদিও অন্তর্বর্তীকালীন হিসেবে স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলামের কথা বলেছিলেন বোর্ড পরিচালকদের কেউ কেউ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সোহেল যাচ্ছেন না এই সফরে । সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউজিল্যান্ড সফরেও স্পিন কোচ নেই বাংলাদেশের

প্রকাশের সময় : ০৫:০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : যখন দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলছে ‘ঘূর্ণিযুদ্ধ’, তখন বাংলাদেশ দলের স্পিনাররা ‘অভিভাবকহীন’। অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে কোরি কলিমোর আছেন। ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ ডেভিড হেম্প। তবে স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদদের টেকনিক্যাল বিষয়ে ‘গাইড’ করার মতো এখন কোনো স্পিন কোচ নেই।

রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ গত ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। মিরপুর টেস্টে দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোনো স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের।

এখানেই শেষ নয়, নিজেদের মাঠে টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে। নিউজিল্যান্ডের পেস বোলিং সহায়ক কন্ডিশনে এমনিতেই খাবি খেতে হয় অভিজ্ঞ স্পিনারদের। এই সফরেও কোনো স্পিন বোলিং কোচ থাকছে না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। যদিও অন্তর্বর্তীকালীন হিসেবে স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলামের কথা বলেছিলেন বোর্ড পরিচালকদের কেউ কেউ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সোহেল যাচ্ছেন না এই সফরে । সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন