শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল
- প্রকাশের সময় : ০১:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০১ বার পঠিত
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াই জমজমাট হলো না। এক নম্বরে থাকা লিভারপুলকে সহজেই হারাল আর্সেনাল। রোববার ৩-১ গোলে জিতে অলরেডদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবে যোগ দিল গানাররা।
সতীর্থের শট লিভারপুল গোলকিপার আলিসনের গায়ে লেগে ফিরে এলে বুকায়ো সাকা ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ১৪তম মিনিটে। কিন্তু দারুণ খেলেও লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। হাফ টাইমে যাওয়ার মুহূর্তে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোল হয়।
তবে দ্বিতীয়ার্ধে আলিসন ও ভার্জিল ফন ডাইকের ভুলে গোল খায় লিভারপুল। ৬৭তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে গোলের সুযোগ করে দেন তারা দুজন। আলিসন এগিয়ে এলেও ফন ডাইক সামনে থাকায় বল বিপদমুক্ত করতে পারেননি।
আর ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল। বরং ইনজুরি টাইমে আলিসনের পায়ের ফাঁক গলে জালে বল জড়ান লিয়ান্দ্রো ট্রসার্ড। মৌসুমের দ্বিতীয় হারে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। সূত্র : যুগান্তর।