লিটন-শান্তদের ব্যাটিংয়ে হতাশ নির্বাচক
- প্রকাশের সময় : ০১:২৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৫৮ বার পঠিত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। জিততে হলে সব রেকর্ড ভেঙে তবেই জয় পেতে হবে টাইগারদের। ৫১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ রানেই শেষ ৫ উইকেট। দলের ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন এমন ব্যাটিং দেখে হতাশ নির্বাচক আব্দুর রাজ্জাক। সিলেটে তৃতীয় দিন শেষে গলমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন হতাশার কথা।
রাজ্জাক বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে এবং মেনে নেওয়ার মতো নয়। এই রকম ব্যাটিং হবে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে…ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখার পর আমাদের ব্যাটিং দুইরকম মনে হয়েছে। আমি হতাশ।’
সিলেটের উইকেটের প্রসঙ্গ টেনে দলের ব্যাটারদের নিয়ে রাজ্জাক বলেন, ‘পিচের সমস্যা হবে কেন, আধা ঘণ্টার মধ্যে পিচ কি আকাশ–পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। কিছুক্ষণ আগেই ওরা দুজন ১০০ মেরে গেল। ১০ মিনিটের বিরতি থাকে। ১০ মিনিটে উইকেটে কী এমন হলো। আসলে আমাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়েছে। আসলে আমাদের ভুল।’
৩৭ রানে ৪ উইকেটে হারানোর পর উইকেটে এসে প্রথম বলেই বাজে শট খেলে আউট হয়েছেন লিটন দাস। সেই বিষয় নিয়ে রাজ্জাক বলেন, ‘টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু ৫টা উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদের ওর বয়স কম, ও ছোট, ও এখনো পাকাপোক্ত হয়নি, এগুলো বলার আসলে সুযোগ নেই। এ রকম সুযোগ এলে হ্যান্ডেল করতে পারবে বলেই তাকে দেওয়া হয়েছে। কারও একার দোষ নয়।’ সূত্র : ঢাকা পোষ্ট।