৯ বছর পর দেশের মাটিতে টেস্ট জয়
- প্রকাশের সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
- / ১০৫২ বার পঠিত
৯ বছর পর দেশের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজের ১-০ এগিয়ে গেলেন মুশফিকরা।
ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য লক্ষ্য ছিলো মাত্র ১০১ রান। এই রান করতে গিয়েই ৭ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। এক পর্যায়ে এই লক্ষ্যই অসম্ভব বলে মনে হচ্ছিলো। কারণ শূন্যতেই তিন উইকেট হারিয়ে বসেছিলো বাংলাদেশ।
তারপরও জয় এসেছে রিয়াদ, মুশফিক ও তাইজুলের হাত ধরে।
ম্যাচে বল হাতে আট উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৫ রান করে ম্যাচ জিতিয়ে দেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৪০ (রাজা ৫১, আরভিন ৩৪; সাকিব ৬/৫৯) ও ১১৪ (সিবান্দা ১৪, চাকাবভা ১০, মাসাকাদজা ৫, রাজা ২৫, টেইলর ৪৫*, চিগুম্বুরা ০, আরভিন ১০, নিউম্বু ১, পানিয়াঙ্গারা ০, চাটারা ৪, কামুনগোজি ০; তাইজুল ৮/৩৯, শাহাদাত ১/২৫, সাকিব ১/৪৪)
বাংলাদেশ: ২৫৪ (মুশফিক ৬৪, মাহমুদুল্লাহ ৬৩, মুমিনুল ৫৩; পানিয়াঙ্গারা ৫/৫৯) ও ১০১/৭ (তামিম ০, শামসুর ০, মুমিনুল ০, মাহমুদুল্লাহ ২৮, সাকিব ১৫, মুশফিক ২৩*, শুভাগত ০, শাহাদাত ১১, তাইজুল ১৫*; চিগুম্বুরা ৪/২১, পানিয়াঙ্গারা ২/৩০, চাটারা ১/৩৪)।