৬ বছর পর দেশের মাটিতে তামিমের সেঞ্চুরি

- প্রকাশের সময় : ০৪:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ৮৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ছয় বছর আগে ঘরের মাটিতে শেষবার ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান গুচিয়ে ঘরের মাঠ চট্টগ্রামে আজ মঙ্গলবার (১৭ মে) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের দশম শতকের দেখা পেয়েছেন এই দেশ সেরা ওপেনার।
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই দারুণ খেলেছেন তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। লাঞ্চ বিরতির আগেই দুজনই ফিফটি করেন। দ্বিতীয় ইনিংসের শুরুতে ৫৮ রানে জয় আউট হন। তবে তামিম এখনো দাপটের সাথেই খেলছেন।
১৬২ বলে তামিম নিজের শতক পূর্ণ করেন। ৫২তম ওভারে আসিতার ফার্নান্দোর বলেই স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়েই তিন অংকের ঘরে পৌঁছে যান তামিম। এর আগে প্রথম সেশনেই মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তামিম। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন এই ক্রিকেটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৪ রান। তামিম ইকবাল ১১২ এবং মুমিনুল হক ২ রানে অপরাজিত আছেন।
হককথা/এমউএ