নিউইয়র্ক ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৪৪ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • / ১২৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : রেঞ্জার্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতলো আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। জার্মান এই ক্লাবের জন্য এদিন ছিল ১২৩ বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন। এদিন ৪২ বছর পর শিরোপা নিজেদের ঘরে তোলার আনন্দ ফ্রাঙ্কফুর্টের প্রত্যেক খেলোয়াড়ের চোখেমুখে ফুটে উঠেছে।
গতকাল বুধবার (১৮ মে) রাতে সেভিয়ার মাঠে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স মুখোমুখি হয়। ট্রাইব্রেকারে জার্মান ক্লাবটি রেঞ্জার্সের চার গোলের বিপরীতে শতভাগ সফল হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।
অপেক্ষাটা দুই দলেরই ছিলো। স্কটিশ ক্লাব রেঞ্জার্স সেই ৫০ বছর আগে একটি ইউরোপিয়ান ট্রফি জিতেছিলো যে আসরটি এখন বিলুপ্ত। আর ফ্রাঙ্কফুর্টের শিরোপা জয় ৪২ বছর আগে। সর্বশেষ ১৯৮০ সালে স্বদেশের ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা। রেঞ্জার্সের সে অপেক্ষা আরো দীর্ঘ হলো।
খেলার প্রথমার্ধটা ঠিক সেভাবে জমেনি। দুই দলই বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় প্রথমার্ধে। তবে বিরতির পর যেনো ফাইনালের রং পায় ম্যাচটি। ফ্রাঙ্কফুর্ট আক্রমণের ধার বাড়ায়।
তবে ৫৭ মিনিটে উল্টো গোল হজম করে জার্মান ক্লাবটি। ফ্রাঙ্কফুর্টের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতার ভুলে রেঞ্জার্সকে লিড এনে দেন আয়োডেলে আরিবো।
৬৯ মিনিটে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। ফিল্পি কন্তিচের পাস থেকে বল জালে ঠেলে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড রাফায়েল বোরে।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন কেভিন ট্র্যাপ। কেমার রুফের কাটব্যাক থেকে রায়ান কেন্টের শট দারুণভাবে রুখে দেন এ জার্মান গোলরক্ষক। গোল বাঁচিয়ে টাইব্রেকারে নিয়ে যান কেভিন ট্র্যাপ।
রাফায়েল বোরে যেনো জয়ের দিকে টেনে নেন দলকে। গোল দেওয়ার পর উদযাপন করছেন বোরে। ছবি: টুইটার
সেখানেও অ্যারন রামসির শট ঠেকিয়ে দিয়ে ফাইনালের নায়ক এ জার্মান গোলরক্ষক। রেঞ্জার্সের চারটির বিপরীতে পাঁচবার বল জালে পাঠিয়েছে ফ্রাঙ্কফুর্ট।
এবারের বুন্দেসলিগা আইন্ট্রাক্ট শেষ করেছে ১১ নম্বরে থেকে। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হয়েছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৪৪ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট

প্রকাশের সময় : ০১:৪৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : রেঞ্জার্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতলো আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। জার্মান এই ক্লাবের জন্য এদিন ছিল ১২৩ বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন। এদিন ৪২ বছর পর শিরোপা নিজেদের ঘরে তোলার আনন্দ ফ্রাঙ্কফুর্টের প্রত্যেক খেলোয়াড়ের চোখেমুখে ফুটে উঠেছে।
গতকাল বুধবার (১৮ মে) রাতে সেভিয়ার মাঠে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স মুখোমুখি হয়। ট্রাইব্রেকারে জার্মান ক্লাবটি রেঞ্জার্সের চার গোলের বিপরীতে শতভাগ সফল হয়েছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।
অপেক্ষাটা দুই দলেরই ছিলো। স্কটিশ ক্লাব রেঞ্জার্স সেই ৫০ বছর আগে একটি ইউরোপিয়ান ট্রফি জিতেছিলো যে আসরটি এখন বিলুপ্ত। আর ফ্রাঙ্কফুর্টের শিরোপা জয় ৪২ বছর আগে। সর্বশেষ ১৯৮০ সালে স্বদেশের ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা। রেঞ্জার্সের সে অপেক্ষা আরো দীর্ঘ হলো।
খেলার প্রথমার্ধটা ঠিক সেভাবে জমেনি। দুই দলই বড় কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় প্রথমার্ধে। তবে বিরতির পর যেনো ফাইনালের রং পায় ম্যাচটি। ফ্রাঙ্কফুর্ট আক্রমণের ধার বাড়ায়।
তবে ৫৭ মিনিটে উল্টো গোল হজম করে জার্মান ক্লাবটি। ফ্রাঙ্কফুর্টের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতার ভুলে রেঞ্জার্সকে লিড এনে দেন আয়োডেলে আরিবো।
৬৯ মিনিটে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। ফিল্পি কন্তিচের পাস থেকে বল জালে ঠেলে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড রাফায়েল বোরে।
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন কেভিন ট্র্যাপ। কেমার রুফের কাটব্যাক থেকে রায়ান কেন্টের শট দারুণভাবে রুখে দেন এ জার্মান গোলরক্ষক। গোল বাঁচিয়ে টাইব্রেকারে নিয়ে যান কেভিন ট্র্যাপ।
রাফায়েল বোরে যেনো জয়ের দিকে টেনে নেন দলকে। গোল দেওয়ার পর উদযাপন করছেন বোরে। ছবি: টুইটার
সেখানেও অ্যারন রামসির শট ঠেকিয়ে দিয়ে ফাইনালের নায়ক এ জার্মান গোলরক্ষক। রেঞ্জার্সের চারটির বিপরীতে পাঁচবার বল জালে পাঠিয়েছে ফ্রাঙ্কফুর্ট।
এবারের বুন্দেসলিগা আইন্ট্রাক্ট শেষ করেছে ১১ নম্বরে থেকে। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হয়েছে।
হককথা/এমউএ