২০২৬ বিশ্বকাপে খেলবেন না মেসি
- প্রকাশের সময় : ০২:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ৬১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : অধরা ট্রফি ধরা দিয়েছে। বিশ্বকাপ জিতেছেন লিওলেন মেসি । কাতারের ফুটবল মহাযজ্ঞে ট্রফি উঁচিয়ে ধরার আগেই জানিয়েছিলেন, ২০২০ বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কথায় ইঙ্গিত ছিল ভিন্ন- মেসি খেলতে পারেন ২০২৬ সালের বিশ্বকাপ। তবে আর্জেন্টাইন তারকা নিজেই আরেকবার জানালেন, উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে খেলবেন না তিনি।
২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দিনকয়েক পর ৩৬ ছাড়াবে মেসির বয়স। ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে গিয়ে তার বয়স পেরিয়ে যাবে ৩৯ বছর। এই বয়সে বিশ্বকাপের মতো বড় আসরে পারফর্ম করার অবস্থানে থাকবেন কি মেসি? সাতবারের ব্যালন ডি’অর জয়ী নিজেই সন্দিহান। এবারের আন্তর্জাতিক ফুটবল সূচিতে এশিয়া সফরে এসেছে আর্জেন্টিনা। চীনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে চাইনিজ সংবাদমাধ্যম টাইটান স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানেই আর্জেন্টাইন অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, ২০২৬ বিশ্বকাপ তিনি খেলবেন কি?
আরোও পড়ুন। প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে মেসি
বিশ্বকাপজয়ী তারকার উত্তর, ‘আমার মনে হয় না। ওটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ ছিল। দেখা যাক সামনে কী হয়। যদিও এটা (বিশ্বকাপ খেলা) আমার মূল লক্ষ্য নয়। সামনের বিশ্বকাপ আমি খেলছি না।’ প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে দিয়েছেন মেসি। সামনের মৌসুমে আর ইউরোপেই থাকছেন না তিনি। যাচ্ছেন মেজর লিগ সকারে। যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মায়ামির হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন মেসি। যেহেতু যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন, তাই ভাবা হচ্ছিল ২০২৬ বিশ্বকাপেও হয়তো খেলবেন তিনি। কারণ পরের বিশ্বকাপের অন্যতম আয়োজক এই যুক্তরাষ্ট্র। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা