নিউইয়র্ক ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

১৬ কোটি টাকা ঘুষ দিয়ে বড় শাস্তির মুখে বার্সা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬২ বার পঠিত

রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে বার্সেলোনার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।

নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।

তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।

বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’ সূত্রঃ আজকের পত্রিকা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

১৬ কোটি টাকা ঘুষ দিয়ে বড় শাস্তির মুখে বার্সা

প্রকাশের সময় : ১০:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

রেফারিকে ঘুষ দেওয়ায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে বার্সেলোনা। লা লিগা থেকে অবনমন, চলতি মৌসুমের পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। জোসেফ বার্তেমেউ বার্সার সাবেক সহসভাপতি থাকার সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সভাপতি হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১.৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ‘বিস্ফোরক প্রতিবেদন’টি প্রথমে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার।

নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।

তবে নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। তাঁর দাবি, বার্সা এই অর্থ দিয়েছে বিভিন্ন পরামর্শমূলক কাজের জন্য। তবে কোন ধরনের সহযোগিতা তিনি বার্সাকে দিয়েছেন, সেগুলোর কোনো অনুলিপি ও প্রমাণ দাখিল করতে পারেননি নেগ্রেইরা।

বার্সেলোনাও তাদের বিরুদ্ধে অভিযোগর বিষয়টি অস্বীকার করেছে। কাতালান জায়ান্টরা জানিয়েছে, ‘বাহ্যিক প্রযুক্তিগত পরামর্শের’ জন্য তারা নেগ্রেইরারা কোম্পানির সহযোগিতা নিয়েছিল। তাতে এমন কিছু ভুল হয়নি মনে করছে তারা। বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘এটা ক্লাবগুলোর জন্য স্বাভাবিক বিষয়। এই খবর প্রকাশ হওয়া কোনো কাকতালীয় বিষয় নয়।’ সূত্রঃ আজকের পত্রিকা