নিউইয়র্ক ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘হ্যাঁ, আমি সমকামী’- সমালোচকদের জবাব সারা টেলরের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৭ বার পঠিত

সংগৃহীত ছবি

ক্রীড়া ডেস্ক : গত কয়েকদিন ধরেই সোশ্যাল সাইটে তুমুল আলোচনা চলছে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারা টেলরকে নিয়ে। সম্পরতি তার বান্ধবী গর্ভবতী হয়েছেন। সেই খবর সারা টুইটারে প্রকাশ করার পর থেকেই এক শ্রেণির লোকজন তাকে আক্রমণ করে। নানাভাবে তাকে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত আরও দুটি টুইট করেন সারা। যার একটিতে তিনি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়েছেন।

ঘটনার শুরু গত ২২ ফেব্রুয়ারি সারার টুইট থেকে। সেই টুইটে বান্ধবীর সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট কিট আর আল্ট্রাসনোগ্রামের ছবি পোস্ট করেছেন সারা। ক্যাপশনে লেখা ছিল, ‘আমার সঙ্গীর সবসময় ইচ্ছা ছিল মা হওয়ার। এই পথটা খুব সহজ ছিল না কিন্তু সে কখনো হাল ছাড়েনি। আমি জানি সে সবচেয়ে সেরা মা হবে এবং এই সময়ে তার পাশে থাকতে পেরে আমি খুব খুশি। আরও ১৯ সপ্তাহ বাকি এবং জীবন বদলে গেছে।’

আরোও পড়ুন । মেজাজ হারিয়ে সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি!

এরপরই সারাকে নিয়ে সোশ্যাল সাইটে সমালোচনা শুরু হয়। আর চুপ থাকতে পারেননি সারা। তিনি আরও একটি টুইটে লিখেন, ‘হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা অনেকদিন ধরেই। তবে জানতাম না যে সবাইকে এত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার সঙ্গীর সঙ্গে সুখে আছি এবং ভালোবাসা উপভোগ করছি। সব পরিবারই আলাদা চিন্তাভাবনা রাখে। আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যে জিনিসটা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে সেটাই করা উচিত বলে আমি মনে করি।’

আরোও পড়ুন । ফুটবল-ক্রিকেটে নারী দলের সাফল্য

এতেও সমালোচকদের মন গলেনি। তাই ফের আরও একটি টুইটে সারা টেলর জানান, অজানা একজন স্পার্ম ডোনারের মাধ্যমে তার বান্ধবী গর্ভধারণ করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের হয়ে তিন বার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। যিনি ভারতের সুপারস্টার বিরাট কোহলির মহাভক্ত। মাঝেমধ্যেই কোহলিকে নিয়ে সোশ্যাল সাইটে লেখালেখি করেন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সারার সংগ্রহ ৬৫৩৩ রান। সূত্র : কালের কন্ঠ

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘হ্যাঁ, আমি সমকামী’- সমালোচকদের জবাব সারা টেলরের

প্রকাশের সময় : ১২:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : গত কয়েকদিন ধরেই সোশ্যাল সাইটে তুমুল আলোচনা চলছে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারা টেলরকে নিয়ে। সম্পরতি তার বান্ধবী গর্ভবতী হয়েছেন। সেই খবর সারা টুইটারে প্রকাশ করার পর থেকেই এক শ্রেণির লোকজন তাকে আক্রমণ করে। নানাভাবে তাকে হেনস্থা করা হয়। শেষ পর্যন্ত আরও দুটি টুইট করেন সারা। যার একটিতে তিনি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়েছেন।

ঘটনার শুরু গত ২২ ফেব্রুয়ারি সারার টুইট থেকে। সেই টুইটে বান্ধবীর সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট কিট আর আল্ট্রাসনোগ্রামের ছবি পোস্ট করেছেন সারা। ক্যাপশনে লেখা ছিল, ‘আমার সঙ্গীর সবসময় ইচ্ছা ছিল মা হওয়ার। এই পথটা খুব সহজ ছিল না কিন্তু সে কখনো হাল ছাড়েনি। আমি জানি সে সবচেয়ে সেরা মা হবে এবং এই সময়ে তার পাশে থাকতে পেরে আমি খুব খুশি। আরও ১৯ সপ্তাহ বাকি এবং জীবন বদলে গেছে।’

আরোও পড়ুন । মেজাজ হারিয়ে সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি!

এরপরই সারাকে নিয়ে সোশ্যাল সাইটে সমালোচনা শুরু হয়। আর চুপ থাকতে পারেননি সারা। তিনি আরও একটি টুইটে লিখেন, ‘হ্যাঁ আমি লেসবিয়ান। সেটা অনেকদিন ধরেই। তবে জানতাম না যে সবাইকে এত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার সঙ্গীর সঙ্গে সুখে আছি এবং ভালোবাসা উপভোগ করছি। সব পরিবারই আলাদা চিন্তাভাবনা রাখে। আমি আলাদা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি। যে জিনিসটা তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে সেটাই করা উচিত বলে আমি মনে করি।’

আরোও পড়ুন । ফুটবল-ক্রিকেটে নারী দলের সাফল্য

এতেও সমালোচকদের মন গলেনি। তাই ফের আরও একটি টুইটে সারা টেলর জানান, অজানা একজন স্পার্ম ডোনারের মাধ্যমে তার বান্ধবী গর্ভধারণ করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের হয়ে তিন বার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। যিনি ভারতের সুপারস্টার বিরাট কোহলির মহাভক্ত। মাঝেমধ্যেই কোহলিকে নিয়ে সোশ্যাল সাইটে লেখালেখি করেন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সারার সংগ্রহ ৬৫৩৩ রান। সূত্র : কালের কন্ঠ

সাথী / হককথা