হেরেই চলেছে রোনালদোর আল নাসর

- প্রকাশের সময় : ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ২১৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরুতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতলেও সৌদি প্রো লিগে হেরেই চলেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন রোনালদো।
শুক্রবার রাতের ম্যাচে দলে ফিরলেও জয়ের দেখা পায়নি তার দল। আল তাউনের কাছে রোনালদো-মানেরা হেরেছেন ২-০ ব্যবধানে। এর আগে প্রথম ম্যাচেই আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তবে সে ম্যাচে দলের হয়ে মাঠে ছিলেন না রোনালদো।
এদিন আল তাউনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমেছিল আল নাসের। রোনালদো, মানে, মার্সেলো ব্রজোভিচ এবং আন্দ্রেসন তালিসকাদের সমন্বয়ে গড়া দলটি ছিল ফেবারিট। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও অসাধারাণ এক জয় পেয়েছে আল তাউন।
ম্যাচে আল নাসের ম্যাচের ৬১ শতাংশ সময়ই বলের দখল রেখেছিল নিজেদের কাছে, প্রতিপক্ষের জাল বরাবর শটও নিয়েছিল ২৪টি যার ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৯ শতাংশ সময় বল দখলে রেখে ৮টি শট নেয়া আল তাউন লক্ষ্যে রাখতে পেরেছিল ৬টি শট। এমন ম্যাচে প্রথম লিড নেয় আল তাউনই। ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওম্বার গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ বাহউসাইন।
অন্যদিকে, দ্বিতীয়ার্ধ্বে এসে একের পর এক অক্রমণ শানায় রোনালদোরা। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। তবে এই সময় ছেড়ে কথা বলেনি আল-তাউনও। রোনালদোদের আক্রমণের জবাব তারাও দিচ্ছিলো পাল্টা আক্রমণে। ম্যাচের শেষের দিকে পর্তুগিজ সুপারস্টারের দারুণ শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় আল-নাসর সমর্থকদের। ম্যাচের যোগ করা সময়ে আহমেদ সালেহ বুহসাইন গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় তাউনের। ম্যাচ শেষ হওয়ার পর এদিন রেফারির ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা যায় রোনালদোকে এবং বেশ অসন্তোষ নিয়েই মাঠ ছেড়ে যান। সূত্র : বাংলাদেশ জার্নাল
হককথা/নাছরিন