নিউইয়র্ক ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হারের মুখে বায়ার্নের স্বস্তির ড্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে কিংসলে কোমানের গোলে সালসবুর্গের বিপক্ষে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। বুধবার রাতে সালসবুর্কের রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় সালসবুর্ক। সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়েই দারুণ বাঁকানো শটে গোলটি করেন আদামু।
ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বায়ার্নের গোল রক্ষক সভেন উলরিখ। শুরুতে এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা সালসবুর্ক তিন মিনিট পর পেতে পারতো আরেক গোল। এবার ব্রেন্ডন অ্যারনসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন উলরিখ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বায়ার্নের উপর আরও চাপ বাড়ায়। তিন ডিফেন্ডারকে এড়িয়ে সামনে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দুর্বল শট নিয়ে হতাশ করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার। পুরো ম্যাচে বায়ার্ন বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। শেষ মুহুর্তে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বায়ার্ন।
একের পর এক আক্রমণে ৭৩তম মিনিটে একজনকে কাটিয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নেন কোমান। সেটিও ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। অবশেষে ৯০তম মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা। ডি বক্সের ঠিক বাইরে থেকে জোড়ালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোমান।
এই নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রিয়ার ক্লাবটির মুখোমুখি হলো বায়ার্ন। গত আসরে গ্রুপ পর্বের দুই লেগে সালসবুর্কের মাঠে ৬-২ গোলের পর ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। তৃতীয়বার স্বস্থির ড্র করলো বায়ার্ন। আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দল দুটি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হারের মুখে বায়ার্নের স্বস্তির ড্র

প্রকাশের সময় : ০৭:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে কিংসলে কোমানের গোলে সালসবুর্গের বিপক্ষে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। বুধবার রাতে সালসবুর্কের রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় সালসবুর্ক। সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়েই দারুণ বাঁকানো শটে গোলটি করেন আদামু।
ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বায়ার্নের গোল রক্ষক সভেন উলরিখ। শুরুতে এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা সালসবুর্ক তিন মিনিট পর পেতে পারতো আরেক গোল। এবার ব্রেন্ডন অ্যারনসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন উলরিখ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বায়ার্নের উপর আরও চাপ বাড়ায়। তিন ডিফেন্ডারকে এড়িয়ে সামনে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দুর্বল শট নিয়ে হতাশ করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার। পুরো ম্যাচে বায়ার্ন বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারছিল না। শেষ মুহুর্তে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বায়ার্ন।
একের পর এক আক্রমণে ৭৩তম মিনিটে একজনকে কাটিয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নেন কোমান। সেটিও ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। অবশেষে ৯০তম মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা। ডি বক্সের ঠিক বাইরে থেকে জোড়ালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কোমান।
এই নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রিয়ার ক্লাবটির মুখোমুখি হলো বায়ার্ন। গত আসরে গ্রুপ পর্বের দুই লেগে সালসবুর্কের মাঠে ৬-২ গোলের পর ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। তৃতীয়বার স্বস্থির ড্র করলো বায়ার্ন। আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দল দুটি।
হককথা/এমউএ