নিউইয়র্ক ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৫৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আমেরিকার দেশ এল সালভাদরেতে ফুটবল খেলা দেখতে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় শতাধিক আহত হয়েছেন। শনিবার (২০ মে) এল সালভাদরের জনপ্রিয় দুই ফুটবল দল আলিয়াঞ্জা ও এফএএসের খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ বছরের বেশি। এই ঘটনার পর বাতিল করা হয় ম্যাচটি। স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। খেলা দেখতে দর্শকদের ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটে।

আরোও পড়ুন। আফগানদের বিপক্ষে সাকিবকে ছাড়াই আত্মবিশ্বাসী টাইগাররা

ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভুয়া টিকিট বিক্রির কারণে দর্শকের চাপে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল বলেছেন, ‘প্রত্যেককেই তদন্তের মুখোমুখি হতে হবে। ক্লাব, দলের ম্যানেজার, স্টেডিয়াম কর্তৃপক্ষ, বক্স অফিস, লিগ ফেডারেশন; সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। দোষীদের সাজা নিশ্চিত করা হবেই।’ সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক : আমেরিকার দেশ এল সালভাদরেতে ফুটবল খেলা দেখতে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় শতাধিক আহত হয়েছেন। শনিবার (২০ মে) এল সালভাদরের জনপ্রিয় দুই ফুটবল দল আলিয়াঞ্জা ও এফএএসের খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ বছরের বেশি। এই ঘটনার পর বাতিল করা হয় ম্যাচটি। স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। খেলা দেখতে দর্শকদের ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গেট দিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটে।

আরোও পড়ুন। আফগানদের বিপক্ষে সাকিবকে ছাড়াই আত্মবিশ্বাসী টাইগাররা

ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভুয়া টিকিট বিক্রির কারণে দর্শকের চাপে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল বলেছেন, ‘প্রত্যেককেই তদন্তের মুখোমুখি হতে হবে। ক্লাব, দলের ম্যানেজার, স্টেডিয়াম কর্তৃপক্ষ, বক্স অফিস, লিগ ফেডারেশন; সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। দোষীদের সাজা নিশ্চিত করা হবেই।’ সূত্র : দৈনিক ইত্তেফাক

সুমি/হককথা