নিউইয়র্ক ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সালাহর গোলে জিতল লিভারপুল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৮২ বার পঠিত

আন্তর্জাতিক বিরতি শেষে আবারো শুরু হয়েছে ক্লাব ফুটবলের লড়াই। বিরতি থেকে ফিরেই দাপুটে ফুটবল খেলেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল। যদিও শুরুতে তাদের ভড়কে দেয় ব্রাইটন। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে বসল লিভারপুল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের।

অ্যানফিল্ডে ম্যাচের ৮৫ সেকেন্ডেই পিছিয়ে পড়ে অলরেডরা। ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি স্বাগতিকরা। ম্যাচের ২৭তম মিনিটে ব্রাইটন ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানের ভুলে দারুণ এক সুযোগ পেয়ে যান লুইস দিয়াস। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। ৬৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এর ছয় মিনিট পর তৃতীয় গোলও পেয়েছিল লিভারপুল। কিন্তু অফসাইডে থাকায় দিয়াসের সেই গোল বাতিল করেছে ভিএআর। সূত্র : ডেইলি-বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সালাহর গোলে জিতল লিভারপুল

প্রকাশের সময় : ১২:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক বিরতি শেষে আবারো শুরু হয়েছে ক্লাব ফুটবলের লড়াই। বিরতি থেকে ফিরেই দাপুটে ফুটবল খেলেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল। যদিও শুরুতে তাদের ভড়কে দেয় ব্রাইটন। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে বসল লিভারপুল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের।

অ্যানফিল্ডে ম্যাচের ৮৫ সেকেন্ডেই পিছিয়ে পড়ে অলরেডরা। ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি স্বাগতিকরা। ম্যাচের ২৭তম মিনিটে ব্রাইটন ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানের ভুলে দারুণ এক সুযোগ পেয়ে যান লুইস দিয়াস। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

বিরতির পর অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। ৬৫তম মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এর ছয় মিনিট পর তৃতীয় গোলও পেয়েছিল লিভারপুল। কিন্তু অফসাইডে থাকায় দিয়াসের সেই গোল বাতিল করেছে ভিএআর। সূত্র : ডেইলি-বাংলাদেশ।