নিউইয়র্ক ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘সান্তোসে ফিরছি’ প্রতিশ্রুতি নেইমারের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • / ৯২ বার পঠিত

ঘরের ছেলে দিলো ঘরে ফেরার প্রতিশ্রুতি। শৈশবের যে ক্লাব থেকে তার উত্থান, সেই সান্তোসের ড্রেসিংরুমে গিয়ে ফেরার কথা দিলেন নেইমার জুনিয়র। বললেন, ‘সান্তোসে ফিরছি’। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল।

বিরতি দিয়ে কদিন পরপরই শোনা যায় নেইমারের দলবদলের গুঞ্জন। কখনো ইন্টার মায়ামি, কখনো সান্তোস। কিছুদিন আগে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে সাড়া দিয়ে মায়ামিতেও গেলেন ৩২ বছর বয়সী নেইমার। ধারণা করা হচ্ছিলো হয়ত এটা দলবদলের কোনো ইঙ্গিত। কিন্তু এমন কিছু ঘটেনি। তবে এবারে পাকা খবর, সান্তোসের লকার রুমে গিয়ে নেইমার জানিয়ে দিলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি।

এরও আগে গত বছর ডিসেম্বরে ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা এক সংবাদ সম্মেলনে জানান, নেইমার তাকে ১১ নম্বর জার্সি উঠিতে রাখতে বলেছেন। যাতে ক্লাবে ফিরলে তিনি সেটা আবারও পরতে পারেন। গেলো বছর পিএসজি ছেড়ে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তোস ফুটবল ক্লাবটি সাধারণত সান্তোস এফসি বা সান্তোস নামে পরিচিত। এটি সান্তোস ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি বর্তমানে ব্রাজিলের শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ এবং সাও পাওলোর শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো পাউলিস্তায় প্রতিযোগিতা করে।

১৯১২ সালে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি ঘরোয়া ফুটবলে এ পর্যন্ত ১৪টি শিরোপা ঘরে তুলেছে। যার মধ্যে ৮টি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ, একটি কোপা দো ব্রাজিল এবং পাঁচটি তোরনেইয়ো রিও – সাও পাওলো শিরোপা রয়েছে। নেইমার, ক্লেবের পেরেইরা, রিকার্দো ওলিভেইরা, জেয়ান মোতা এবং পারার মতো খেলোয়াড়গণ সান্তোসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘সান্তোসে ফিরছি’ প্রতিশ্রুতি নেইমারের

প্রকাশের সময় : ০১:৫৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

ঘরের ছেলে দিলো ঘরে ফেরার প্রতিশ্রুতি। শৈশবের যে ক্লাব থেকে তার উত্থান, সেই সান্তোসের ড্রেসিংরুমে গিয়ে ফেরার কথা দিলেন নেইমার জুনিয়র। বললেন, ‘সান্তোসে ফিরছি’। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল।

বিরতি দিয়ে কদিন পরপরই শোনা যায় নেইমারের দলবদলের গুঞ্জন। কখনো ইন্টার মায়ামি, কখনো সান্তোস। কিছুদিন আগে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে সাড়া দিয়ে মায়ামিতেও গেলেন ৩২ বছর বয়সী নেইমার। ধারণা করা হচ্ছিলো হয়ত এটা দলবদলের কোনো ইঙ্গিত। কিন্তু এমন কিছু ঘটেনি। তবে এবারে পাকা খবর, সান্তোসের লকার রুমে গিয়ে নেইমার জানিয়ে দিলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি।

এরও আগে গত বছর ডিসেম্বরে ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা এক সংবাদ সম্মেলনে জানান, নেইমার তাকে ১১ নম্বর জার্সি উঠিতে রাখতে বলেছেন। যাতে ক্লাবে ফিরলে তিনি সেটা আবারও পরতে পারেন। গেলো বছর পিএসজি ছেড়ে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তোস ফুটবল ক্লাবটি সাধারণত সান্তোস এফসি বা সান্তোস নামে পরিচিত। এটি সান্তোস ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি বর্তমানে ব্রাজিলের শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ এবং সাও পাওলোর শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো পাউলিস্তায় প্রতিযোগিতা করে।

১৯১২ সালে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি ঘরোয়া ফুটবলে এ পর্যন্ত ১৪টি শিরোপা ঘরে তুলেছে। যার মধ্যে ৮টি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ, একটি কোপা দো ব্রাজিল এবং পাঁচটি তোরনেইয়ো রিও – সাও পাওলো শিরোপা রয়েছে। নেইমার, ক্লেবের পেরেইরা, রিকার্দো ওলিভেইরা, জেয়ান মোতা এবং পারার মতো খেলোয়াড়গণ সান্তোসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। সূত্র : একাত্তর টিভি।