নিউইয়র্ক ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাকিবের বিকল্প আমাদের নেই : পাপন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ৪৫ বার পঠিত

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক :  সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের বড় একটি নাম। শুধু বাংলাদেশ বললে অবশ্য ভুল হবে, পুরো বিশ্ব জুড়েই তার খ্যাতি-নামডাক। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন তিনি। এছাড়া সবশেষ এক যুগে টাইগারদের হয়ে মাঠে নেমে হয়তো বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে অথবা উভয় ডিপার্টমেন্টেই নিজেদের ছড়ি ঘুরিয়ে দলকে জেতাতে রাখে বড় ভূমিকা। আর তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চোখে দলে এখনো সাকিবের বিকল্পই আসেনি।

বল কিংবা ব্যাট দুই ডিপার্টমেন্টেই সাকিব দুর্দান্ত। তবে বল হাতে তিনি যেন একটু বেশি ভয়ংকর। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট। এছাড়া ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

তবে এখন তার সময় ফুরিয়ে এসেছে। তিনি আগে বলেছিলেন, চলতি বছরে বসতে যাওয়া ভারতের ওয়ানডে বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ। এছাড়া আর কয়েক বছর পরই হয়তো দেখা যাবে বিশ্বসেরা এ অলরাউন্ডার নিজের ক্রিকেট ব্যাটটি তুলে রাখছেন। তবে এত বছরেও কি সাকিবের কোনো বিকল্প এসেছে? এমন প্রশ্নে যে কোনো টাইগার ভক্তের উত্তরই হবে, না। তার ব্যতিক্রম জবাব দেননি বিসিবি সভাপতিও।

গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সাকিবের চেয়ে বাংলাদেশে ভালো ব্যাটার কিংবা বোলার হয়তো থাকতে পারে, তবে তার মতো অলরাউন্ডার কেউই নেই। পাপন বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে আমি বলব যে, সাকিবের বিকল্প আমাদের এখনো নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’

এসময় ব্যাটিংয়ে আরো উন্নতি করতে পারলে অলরাউন্ডারে সাকিবের কাছাকাছি জেতে পারবেন মিরাজ — এমনি জানিয়ে পাপন বলেন, ‘আশা করি, বেশ কয়েক জন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরো একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।’

এদিকে আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তিনি বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক। সাকিব না থাকায় আফগানদের বিপক্ষে কাকে টাইগার অধিনায়ক হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, ‘সাকিব আল হাসান ইনজুরিতে থাকলে ভাইস ক্যাপ্টেন কে আছে সে হবে। লিটন দাস ভাইস ক্যাপ্টেন, আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কীভাবে বলবো। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাকিবের বিকল্প আমাদের নেই : পাপন

প্রকাশের সময় : ১২:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক :  সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের বড় একটি নাম। শুধু বাংলাদেশ বললে অবশ্য ভুল হবে, পুরো বিশ্ব জুড়েই তার খ্যাতি-নামডাক। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন তিনি। এছাড়া সবশেষ এক যুগে টাইগারদের হয়ে মাঠে নেমে হয়তো বোলিংয়ে কিংবা ব্যাটিংয়ে অথবা উভয় ডিপার্টমেন্টেই নিজেদের ছড়ি ঘুরিয়ে দলকে জেতাতে রাখে বড় ভূমিকা। আর তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চোখে দলে এখনো সাকিবের বিকল্পই আসেনি।

বল কিংবা ব্যাট দুই ডিপার্টমেন্টেই সাকিব দুর্দান্ত। তবে বল হাতে তিনি যেন একটু বেশি ভয়ংকর। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট। এছাড়া ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

তবে এখন তার সময় ফুরিয়ে এসেছে। তিনি আগে বলেছিলেন, চলতি বছরে বসতে যাওয়া ভারতের ওয়ানডে বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ। এছাড়া আর কয়েক বছর পরই হয়তো দেখা যাবে বিশ্বসেরা এ অলরাউন্ডার নিজের ক্রিকেট ব্যাটটি তুলে রাখছেন। তবে এত বছরেও কি সাকিবের কোনো বিকল্প এসেছে? এমন প্রশ্নে যে কোনো টাইগার ভক্তের উত্তরই হবে, না। তার ব্যতিক্রম জবাব দেননি বিসিবি সভাপতিও।

গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘সাকিবের চেয়ে বাংলাদেশে ভালো ব্যাটার কিংবা বোলার হয়তো থাকতে পারে, তবে তার মতো অলরাউন্ডার কেউই নেই। পাপন বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে আমি বলব যে, সাকিবের বিকল্প আমাদের এখনো নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’

এসময় ব্যাটিংয়ে আরো উন্নতি করতে পারলে অলরাউন্ডারে সাকিবের কাছাকাছি জেতে পারবেন মিরাজ — এমনি জানিয়ে পাপন বলেন, ‘আশা করি, বেশ কয়েক জন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরো একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।’

এদিকে আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তিনি বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়ক। সাকিব না থাকায় আফগানদের বিপক্ষে কাকে টাইগার অধিনায়ক হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, ‘সাকিব আল হাসান ইনজুরিতে থাকলে ভাইস ক্যাপ্টেন কে আছে সে হবে। লিটন দাস ভাইস ক্যাপ্টেন, আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কীভাবে বলবো। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা