নিউইয়র্ক ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাকিবের দাপুটে ব্যাটিংয়েও বাংলাদেশের হার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ১৪১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন। তবে নিউজিল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের দেয়া ২০৯ রানের টার্গেটে ৪৯ রানে হেরেছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে এটি টানা তৃতীয় হার বাংলাদেশের। দল হারলেও ব্যাটিংয়ে ছন্দ দেখিয়েছেন সাকিব আল হাসান।
রান তাড়ায় ওয়ানডাউনে নেমে ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন তিনি। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই ২৩ রানে আউট হন। ১১ রান করেন ওপেনার শান্ত। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।

সাকিবের ফিফটি

একশো ছোঁয়ার আগেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন-শান্ত’র পর সাজঘরে ফেরেন সৌম্য সরকার (২৩) ও আফিফ হোসেন (৪)। দলীয় ১২০ রানে ফিরেছেন নুরুল হাসান সোহান (২)।আসা যাওয়ার খেলায় আশা দেখাচ্ছেন সাকিব আল হাসান। দৃঢ় ব্যাটিংয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১তম ফিফটি তুলে নিলেন টাইগার অধিনায়ক। ৩৩ বলে ৬ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেছেন সাকিব। সাকিব ফিফটি পেলেও টাইগারদের জয়ের সম্ভাবনাটা ক্ষীণ। জয় পেতে ২৯ বলে ৮২ রান প্রয়োজন বাংলাদেশের। ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৭।

আশা জাগিয়ে থিতু হতে পারলেন না লিটন

৩ চার ও ১ ছক্কায় ইনিংস লম্বা করছিলেন লিটন কুমার দাস। তবে তার ইনিংসের ব্যাপ্তি ২৩ রানে থামলো। ৬ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মাইকেল ব্রেসওয়েলকে খেলতে গিয়ে গাপটিলের তালুবন্দি হন লিটন। দুই উইকেট হারালেও বাংলাদেশের রানের চাকা এগিয়ে যাচ্ছে দ্রুত। ৮.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৮১ রান। জয় পেতে ৭০ বলে ১২৮ প্রয়োজন।

অল্প রানে ফিরলেন শান্ত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে টাইগারদের পাহাড়সম টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অল্প রানেই সাজঘরে ফিরলেন নাজমুল হাসান শান্ত। ওপেনিংয়ে নেমে দলীয় ২৪ রানে অ্যাডাম মিলনের বলে আউট হন শান্ত। সাজঘরে ফেরার আগে ১২ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করেন তিনি। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩ রান। জয় পেতে ৯০ বলে ১৬৬ রান করতে হবে টাইগারদের।

বাংলাদেশকে ২০৯ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজে টানা দুই হার দেখেছে বাংলাদেশ। ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে আজ নিউজিল্যান্ডকে হারানো কঠিনই হবে সাকিব আল হাসানদের। টাইগারদের ২০৯ রানের টার্গেট দিয়েছে কিউইরা।

আজ (বুধবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ফিফটিতে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে কিউইরা।

দলীয় ৪৫ রানে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে ৩২ রানে ফেরান এই টাইগার পেসার। এরপর ৮২ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। ২৭ বলে ৩৪ রান করে এবাদত হোসেনের শিকার হন গাপটিল। দলীয় সর্বোচ্চ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করেন তিনি। ষাটের কোঠা ছুঁয়েছেন গ্লেন ফিলিপসও। মাত্র ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি।

৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৪০ রানের খরচায় দুই উইকেট নেন এবাদত হোসেনও। শরিফুলের শিকার একটি উইকেট। ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য সাকিব আল হাসান।

হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাকিবের দাপুটে ব্যাটিংয়েও বাংলাদেশের হার

প্রকাশের সময় : ০৩:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন। তবে নিউজিল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের দেয়া ২০৯ রানের টার্গেটে ৪৯ রানে হেরেছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে এটি টানা তৃতীয় হার বাংলাদেশের। দল হারলেও ব্যাটিংয়ে ছন্দ দেখিয়েছেন সাকিব আল হাসান।
রান তাড়ায় ওয়ানডাউনে নেমে ৪৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন তিনি। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই ২৩ রানে আউট হন। ১১ রান করেন ওপেনার শান্ত। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।

সাকিবের ফিফটি

একশো ছোঁয়ার আগেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন-শান্ত’র পর সাজঘরে ফেরেন সৌম্য সরকার (২৩) ও আফিফ হোসেন (৪)। দলীয় ১২০ রানে ফিরেছেন নুরুল হাসান সোহান (২)।আসা যাওয়ার খেলায় আশা দেখাচ্ছেন সাকিব আল হাসান। দৃঢ় ব্যাটিংয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১তম ফিফটি তুলে নিলেন টাইগার অধিনায়ক। ৩৩ বলে ৬ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেছেন সাকিব। সাকিব ফিফটি পেলেও টাইগারদের জয়ের সম্ভাবনাটা ক্ষীণ। জয় পেতে ২৯ বলে ৮২ রান প্রয়োজন বাংলাদেশের। ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৭।

আশা জাগিয়ে থিতু হতে পারলেন না লিটন

৩ চার ও ১ ছক্কায় ইনিংস লম্বা করছিলেন লিটন কুমার দাস। তবে তার ইনিংসের ব্যাপ্তি ২৩ রানে থামলো। ৬ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মাইকেল ব্রেসওয়েলকে খেলতে গিয়ে গাপটিলের তালুবন্দি হন লিটন। দুই উইকেট হারালেও বাংলাদেশের রানের চাকা এগিয়ে যাচ্ছে দ্রুত। ৮.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৮১ রান। জয় পেতে ৭০ বলে ১২৮ প্রয়োজন।

অল্প রানে ফিরলেন শান্ত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ মেলানোর ম্যাচে টাইগারদের পাহাড়সম টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অল্প রানেই সাজঘরে ফিরলেন নাজমুল হাসান শান্ত। ওপেনিংয়ে নেমে দলীয় ২৪ রানে অ্যাডাম মিলনের বলে আউট হন শান্ত। সাজঘরে ফেরার আগে ১২ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করেন তিনি। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩ রান। জয় পেতে ৯০ বলে ১৬৬ রান করতে হবে টাইগারদের।

বাংলাদেশকে ২০৯ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজে টানা দুই হার দেখেছে বাংলাদেশ। ফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে আজ নিউজিল্যান্ডকে হারানো কঠিনই হবে সাকিব আল হাসানদের। টাইগারদের ২০৯ রানের টার্গেট দিয়েছে কিউইরা।

আজ (বুধবার) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসের ফিফটিতে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে কিউইরা।

দলীয় ৪৫ রানে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফিন অ্যালেনকে ৩২ রানে ফেরান এই টাইগার পেসার। এরপর ৮২ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ে। ২৭ বলে ৩৪ রান করে এবাদত হোসেনের শিকার হন গাপটিল। দলীয় সর্বোচ্চ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে। ৪০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করেন তিনি। ষাটের কোঠা ছুঁয়েছেন গ্লেন ফিলিপসও। মাত্র ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি।

৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৪০ রানের খরচায় দুই উইকেট নেন এবাদত হোসেনও। শরিফুলের শিকার একটি উইকেট। ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য সাকিব আল হাসান।

হককথা/এমউএ