নিউইয়র্ক ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাইবার হামলায় আইসিসি’র বিপুল অঙ্কের টাকা উধাও

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ৪০ বার পঠিত

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হারিয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বা (প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১০৫ টাকা হিসাবে) ২৬ কোটি ২৫ লাখ টাকার বেশি। ঘটনাটি ২০২২ সালে ঘটলেও শনিবার তা গণমাধ্যমে আসে। ক্রিকেট ভিত্তিক সাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় বিজনেস ই-মেইল কম্প্রোমাইজের (বিইসি) মাধ্যমে প্রতারণা করা হয়। যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। যেটিকে ‘সবচেয়ে আর্থিক ক্ষতিকারক অনলাইন অপরাধের একটি’ হিসেবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বর্ণনা করেছে। এটি কিভাবে ঘটছে তা নিয়ে এখনো অন্ধকারে আইসিসি। তবে তারা ঘটনার তদন্ত করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাতে অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বিইসি কেলেঙ্কারীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই প্রতারিত করা হয় এবং ওয়্যার ট্রান্সফার করার জন্য প্ররোচিত করা হয়। ওয়্যার ট্রান্সফার হলো- অর্থ স্থানান্তর করার একটি পদ্ধতি। এটি ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নগুলির মধ্যে অর্থের একটি সরাসরি ইলেকট্রনিক স্থানান্তর ব্যবস্থা। এফবিআই, গত নভেম্বরে কংগ্রেসনাল রিপোর্টে (মার্কিন সরকারের কাছে জমা দেওয়া) বলেছে, তাদের ইন্টারনেট ক্রাইম কন্ট্রোল সেন্টার ২০২১ সালে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ২৪০ কোটি মার্কিন ডলারের বেশি পরিমাণ বিইসি-সম্পর্কিত তথ্য পেয়েছে বলে দাবি করেছে।

এর আগে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে দুই কোটি মার্কিন ডলার শ্রীলংকা থেকে ফেরত পায় বাংলাদেশ। বাকি আট কোটি দশ লাখ ডলার ফিলিপাইনে চলে যায়। সেখান থেকে দেড় কোটি ডলার ফেরত এসেছে। বাকি অর্থ আনার আইনী তৎপরতা চলছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাইবার হামলায় আইসিসি’র বিপুল অঙ্কের টাকা উধাও

প্রকাশের সময় : ০৭:৪৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হারিয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার বা (প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১০৫ টাকা হিসাবে) ২৬ কোটি ২৫ লাখ টাকার বেশি। ঘটনাটি ২০২২ সালে ঘটলেও শনিবার তা গণমাধ্যমে আসে। ক্রিকেট ভিত্তিক সাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় বিজনেস ই-মেইল কম্প্রোমাইজের (বিইসি) মাধ্যমে প্রতারণা করা হয়। যা ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত। যেটিকে ‘সবচেয়ে আর্থিক ক্ষতিকারক অনলাইন অপরাধের একটি’ হিসেবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বর্ণনা করেছে। এটি কিভাবে ঘটছে তা নিয়ে এখনো অন্ধকারে আইসিসি। তবে তারা ঘটনার তদন্ত করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাতে অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

বিইসি কেলেঙ্কারীতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই প্রতারিত করা হয় এবং ওয়্যার ট্রান্সফার করার জন্য প্ররোচিত করা হয়। ওয়্যার ট্রান্সফার হলো- অর্থ স্থানান্তর করার একটি পদ্ধতি। এটি ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নগুলির মধ্যে অর্থের একটি সরাসরি ইলেকট্রনিক স্থানান্তর ব্যবস্থা। এফবিআই, গত নভেম্বরে কংগ্রেসনাল রিপোর্টে (মার্কিন সরকারের কাছে জমা দেওয়া) বলেছে, তাদের ইন্টারনেট ক্রাইম কন্ট্রোল সেন্টার ২০২১ সালে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ২৪০ কোটি মার্কিন ডলারের বেশি পরিমাণ বিইসি-সম্পর্কিত তথ্য পেয়েছে বলে দাবি করেছে।

এর আগে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে দুই কোটি মার্কিন ডলার শ্রীলংকা থেকে ফেরত পায় বাংলাদেশ। বাকি আট কোটি দশ লাখ ডলার ফিলিপাইনে চলে যায়। সেখান থেকে দেড় কোটি ডলার ফেরত এসেছে। বাকি অর্থ আনার আইনী তৎপরতা চলছে।