নিউইয়র্ক ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে সাময়িক ছুটি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ৪২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।
বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়া হয়েছে। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
জালাল ইউনুস আরও জানান, সাকিব কোনো ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক নন বলে আমাদের জানিয়েছেন।
সাকিবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে স্থির করা হবে বলে জানিয়েছেন জালাল।
এদিকে দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতে চান না বলে তিনদিন আগে দুবাই যাওয়ার পথে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান।
বিমানবন্দরে সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থা আমার নেই। আফগানিস্তান সিরিজে নিজেকে দলের প্যাসেঞ্জার মনে হয়েছে।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে’।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে সাময়িক ছুটি

প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের।
বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাকিবের চাওয়া অনুযায়ী বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়া হয়েছে। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
জালাল ইউনুস আরও জানান, সাকিব কোনো ফরম্যাটে এখন খেলতে ইচ্ছুক নন বলে আমাদের জানিয়েছেন।
সাকিবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে স্থির করা হবে বলে জানিয়েছেন জালাল।
এদিকে দক্ষিণ আফ্রিকায় খেলতে যেতে চান না বলে তিনদিন আগে দুবাই যাওয়ার পথে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসান।
বিমানবন্দরে সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকা সফরে খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থা আমার নেই। আফগানিস্তান সিরিজে নিজেকে দলের প্যাসেঞ্জার মনে হয়েছে।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। এ কারণেই আমার মনে হয়, আমি যদি একটা বিরতি পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে’।
হককথা/এমউএ