বিজ্ঞাপন :
শিরোপার আরো কাছে পিএসজি

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ৬২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : পার্ক দে প্রিন্সেসে মার্শেইকে ২-১ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) রাতে পিএসজি নিজেদের মাঠেই মার্শেইয়ের মুখোমুখি হয়। এই দুই দলই লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।
গতকাল রবিবার মার্শেইয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ১৫ পয়েন্ট এগিয়েছে পিএসজি। শিরোপার জন্য এখন বাকি আর ছয় রাউন্ড। গতকালকের ম্যাচে একটি করে গোল করেন নেইমার ও এমবাপে।
ম্যাচের ১২ মিনিটে দারুণ আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। শুরুতে এগিয়ে গেলেও ৩১ মিনিটে সমতায় ফেরে মার্সেই। ৪৫ মিনিটে সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন এমবাপে।
হককথা/এমউএ
Tag :