নিউইয়র্ক ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শাখতারকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ জয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৫৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জয়রথ ছুটেই চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার (২৫ অক্টোবর) ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতারকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। হ্যাটট্রিক জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করলো কাতালানরা।

এই ম্যাচে তরুণ একটা দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। চোটের কারণে ছিলেন না রবার্ট লেভানডোভস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ংদের মতো তারকা। জাভির আস্থার শতভাগ প্রতিদান দিলেন ফেরমিন লোপেজ-লামিনে ইয়ামালরা। আর তাতেই বার্সার বাজিমাত।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বার্সেলোনা। ওরিওল রোমেউয়ের স্লাইড পাস ধরে ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে জাল লক্ষ্য করে শট নেন লোপেজ। কোনোমতে পা বাড়িয়ে এই তরুণকে গোলবঞ্চিত করেন শাখতার গোলরক্ষক।

এরপর ২৪তম মিনিটে দুর্বল শট নিয়ে হতাশ হতে হয় জোয়াও ফেলিক্সকে। এর চার মিনিট পরই অবশ্য উল্লাসে ভাসে ক্যাম্প ন্যু। ইলকাই গুন্ডোয়ানের পাস বুক দিয়ে নামিয়ে ভলি করেছিলেন লোপেজ, কিন্তু বল পোস্টে লেগে চলে আসে বক্সেই থাকা ফেরান তোরেসের পায়ে। বাকি কাজটা অনায়াসে সারেন স্প্যানিশ ফরোয়ার্ড।

গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বার্সেলোনার আক্রমণ এবং গোল। ৩৬তম মিনিটে তোরেসের পাস ধরে একটু এগিয়ে শট নেন লোপেজ। বল পোস্টের ভেতরের কানায় লেগে জড়ায় জালে। তাতে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার জালের দেখা পান ২০ বছর বয়সী লোপেজ।

প্রথমার্ধে আরও একটি সুযোগ পায় বার্সেলোনা। তবে কাজে লাগাতে পারেনি। বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে এই সময় অনেকটাই চুপসে ছিল শাখতার। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ধারা বজায় রাখে বার্সেলোনা। তবে হতাশ হতে হয়। ফেলিক্সের দূরূহ কোণ থেকে নেওয়া হেড আটকান শাখতার গোলরক্ষক। এরপর মার্কোস আলোনসোর ফ্রি কিক গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলেও সামনে থাকা তোরেস পারেননি সুযোগ কাজে লাগাতে।

এর মধ্যেই পাল্টা আক্রমণে ৬২তম মিনিটে এক গোল শোধ করে শাখতার। ইরাকলি আজারভির থ্র পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিওরহি সুদাকভ। এরপর বার্সেলোনার একটি গোল অফসাইডের ফাঁদে বাদ পড়ে। ফলে ২-১ গোলের জয় নিয়েই খুশি থাকতে হয় জাভির দলকে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। এদিকে তিন ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া শাখতার ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো। তিন ম্যাচে ৩ হারে তলানিতে অ্যান্টওয়ার্প।  সূত্র : রাইজিং বিডি ডট কম

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শাখতারকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ জয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা

প্রকাশের সময় : ০৬:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জয়রথ ছুটেই চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার (২৫ অক্টোবর) ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতারকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। হ্যাটট্রিক জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করলো কাতালানরা।

এই ম্যাচে তরুণ একটা দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। চোটের কারণে ছিলেন না রবার্ট লেভানডোভস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ংদের মতো তারকা। জাভির আস্থার শতভাগ প্রতিদান দিলেন ফেরমিন লোপেজ-লামিনে ইয়ামালরা। আর তাতেই বার্সার বাজিমাত।

ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বার্সেলোনা। ওরিওল রোমেউয়ের স্লাইড পাস ধরে ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে জাল লক্ষ্য করে শট নেন লোপেজ। কোনোমতে পা বাড়িয়ে এই তরুণকে গোলবঞ্চিত করেন শাখতার গোলরক্ষক।

এরপর ২৪তম মিনিটে দুর্বল শট নিয়ে হতাশ হতে হয় জোয়াও ফেলিক্সকে। এর চার মিনিট পরই অবশ্য উল্লাসে ভাসে ক্যাম্প ন্যু। ইলকাই গুন্ডোয়ানের পাস বুক দিয়ে নামিয়ে ভলি করেছিলেন লোপেজ, কিন্তু বল পোস্টে লেগে চলে আসে বক্সেই থাকা ফেরান তোরেসের পায়ে। বাকি কাজটা অনায়াসে সারেন স্প্যানিশ ফরোয়ার্ড।

গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বার্সেলোনার আক্রমণ এবং গোল। ৩৬তম মিনিটে তোরেসের পাস ধরে একটু এগিয়ে শট নেন লোপেজ। বল পোস্টের ভেতরের কানায় লেগে জড়ায় জালে। তাতে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার জালের দেখা পান ২০ বছর বয়সী লোপেজ।

প্রথমার্ধে আরও একটি সুযোগ পায় বার্সেলোনা। তবে কাজে লাগাতে পারেনি। বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে এই সময় অনেকটাই চুপসে ছিল শাখতার। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ধারা বজায় রাখে বার্সেলোনা। তবে হতাশ হতে হয়। ফেলিক্সের দূরূহ কোণ থেকে নেওয়া হেড আটকান শাখতার গোলরক্ষক। এরপর মার্কোস আলোনসোর ফ্রি কিক গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলেও সামনে থাকা তোরেস পারেননি সুযোগ কাজে লাগাতে।

এর মধ্যেই পাল্টা আক্রমণে ৬২তম মিনিটে এক গোল শোধ করে শাখতার। ইরাকলি আজারভির থ্র পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিওরহি সুদাকভ। এরপর বার্সেলোনার একটি গোল অফসাইডের ফাঁদে বাদ পড়ে। ফলে ২-১ গোলের জয় নিয়েই খুশি থাকতে হয় জাভির দলকে।

এই জয়ে ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। এদিকে তিন ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া শাখতার ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো। তিন ম্যাচে ৩ হারে তলানিতে অ্যান্টওয়ার্প।  সূত্র : রাইজিং বিডি ডট কম