নিউইয়র্ক ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লিটনকে হারিয়ে টাইগারদের বিবর্ণ শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ৮৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লিটন দাস বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেননি। দিনের প্রথম সেশনের শুরুতেই কুশান রাজিথার বলে কুশাল মেন্ডিস হাতে ক্যাচ দিয়ে ১৪১ রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। বড় সংগ্রহের লক্ষ্যে দিন শুরু করলেও টাইগাররা আজ মঙ্গলবার (২৪ মে) শ্রীলঙ্কাকে দাবিয়ে রাখতে পারে কিনা তা সময়ই বলে দেবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ৯৪ ওভারে সাত উইকেটে ২৯৮ রান। মুশফিকুকর রহিম ১২৬ ও তাইজুল ইসলাম ২ রানে অপরাজিত রয়েছেন।
লিটন আউট হওয়ার পর মাত্র তিন বল খেলে শূন্য রানে ফিরে যান মোসাদ্দেক হোসেন। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ক্রিজের একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা ছিল টাইগারদের কাছে দুঃস্বপ্নের মতো। দলীয় স্কোরবোর্ডে মাত্র ২৪ রান জমা হতেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বিবর্ণ-বিধ্বস্ত বাংলাদেশের সামনে তখন ঘুরপাক খাচ্ছে সব লজ্জার রেকর্ড। দলের এমন পরিস্থিতিতে ত্রাতা হয়ে আসেন মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস। মুশফিক-লিটন মিলে ৬৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন।
মুশফিক ও লিটন ক্যারিয়ারের নবম ও তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৫০ বল খেলে ১৩ চারে সেঞ্চুরি করেন লিটন। আর ২১৮ বলে ১১ চারে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লিটনকে হারিয়ে টাইগারদের বিবর্ণ শুরু

প্রকাশের সময় : ০১:২৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লিটন দাস বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেননি। দিনের প্রথম সেশনের শুরুতেই কুশান রাজিথার বলে কুশাল মেন্ডিস হাতে ক্যাচ দিয়ে ১৪১ রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। বড় সংগ্রহের লক্ষ্যে দিন শুরু করলেও টাইগাররা আজ মঙ্গলবার (২৪ মে) শ্রীলঙ্কাকে দাবিয়ে রাখতে পারে কিনা তা সময়ই বলে দেবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ৯৪ ওভারে সাত উইকেটে ২৯৮ রান। মুশফিকুকর রহিম ১২৬ ও তাইজুল ইসলাম ২ রানে অপরাজিত রয়েছেন।
লিটন আউট হওয়ার পর মাত্র তিন বল খেলে শূন্য রানে ফিরে যান মোসাদ্দেক হোসেন। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ক্রিজের একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা ছিল টাইগারদের কাছে দুঃস্বপ্নের মতো। দলীয় স্কোরবোর্ডে মাত্র ২৪ রান জমা হতেই ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। বিবর্ণ-বিধ্বস্ত বাংলাদেশের সামনে তখন ঘুরপাক খাচ্ছে সব লজ্জার রেকর্ড। দলের এমন পরিস্থিতিতে ত্রাতা হয়ে আসেন মুশফিকুর রহীম ও লিটন কুমার দাস। মুশফিক-লিটন মিলে ৬৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন।
মুশফিক ও লিটন ক্যারিয়ারের নবম ও তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৫০ বল খেলে ১৩ চারে সেঞ্চুরি করেন লিটন। আর ২১৮ বলে ১১ চারে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
হককথা/এমউএ