লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে

- প্রকাশের সময় : ০৫:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ৩৫ বার পঠিত
২০১৪-এর পর আবারও ফাইনালে মুখোমুখি লাতিন আমেরিকা-ইউরোপ। দুটি ফাইনালেই আছে আর্জেন্টিনার নাম। শুধু প্রতিপক্ষ আলাদা। আট বছর আগের ফাইনালে আকাশি-নীলদের প্রতিপক্ষ ছিল জার্মানি আর এবার প্রতিপক্ষ ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ ফাইনালে ১১ বার মুখোমুখি হচ্ছে লাতিন ও ইউরোপ।
লাতিন-ইউরোপ ফাইনালের লড়াইয়ে এগিয়ে আছে লাতিনরাই। আগের ১০ ফাইনালে লাতিনরা জিতেছিল সাতবার এবং ইউরোপ তিনবার। লাতিনদের মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা জিতেছে দুবার। ইউরোপীয়দের মধ্যে দুবার জিতেছে জার্মানি এবং একবার ফ্রান্স। দুবারই আর্জেন্টিনাকে হারিয়েছিল জার্মানরা।
১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো হয় লাতিন-ইউরোপ ফাইনাল। সেবার স্বাগতিক সুইডেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের পাঁচটা শিরোপাই এসেছে ইউরোপীয়দের হারিয়ে, যার মধ্যে ইতালিকে হারিয়েছিল দুবার। আর্জেন্টিনারও দুটি শিরোপা এসেছে ইউরোপীয় দলের বিপক্ষে। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।