নিউইয়র্ক ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লঙ্কান ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ৮৪ বার পঠিত

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক : প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে কিছুটা হলেও ব্যাট-বলের লড়াই হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী দলের মাঝে। কর্তিত ওভারের ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৫৮ রানে। সূচি অনুযায়ী আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু দুই দলের সমঝোতার ভিত্তিতে বাতিল হওয়া দ্বিতীয় ওয়ানডে আজ আয়োজন করা হয়। শেষ ম্যাচ হবে আগামী রবিবার। আজকের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

কলম্বোতে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৮৬ রান তোলে। যদিও বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। ৫০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন চামারি আতাপাত্তু (৬৪) ও বিস্মি গুনারত্নে (১৭)। এই দুজনকে আউট করেন যথাক্রমে রিতু মনি এবং সুলতানা খাতুন। এছাড়া হার্থিশা ১ চার এং ২ ছক্কায় অপরাজিত ৪৫* আর শেষদিকে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন কাভিশা দিলহারি। প্রতিপক্ষের পাঁচ উইকেট ভাগ করে নেন বাংলাদেশের বোলাররা।

রান তাড়ায় নেমে ওশাদি রানাসিংহের ঘূর্ণিতে টাইগ্রেসরা রীতিমতো অসহায় হয়ে পড়ে। দুই ওপেনার শামীমা (৫) এবং মুর্শিদা (১৬) দ্রুত ফিরে যান। এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, অধিনায়ক নিগার সুলতানা (৩৭) এবং ফারজানা হক (২৪) ছাড়া কেউই বিশের ঘর ছুঁতে পারেননি! টপ অর্ডার তিন ব্যাটারের দুইজনই ওশাদি রানাসিংহের শিকার হয়েছেন। ৩৪ রানে ৫ উইকেট নেন এই অফ স্পিনার। ২৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লঙ্কান ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশের সময় : ০১:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক : প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে কিছুটা হলেও ব্যাট-বলের লড়াই হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী দলের মাঝে। কর্তিত ওভারের ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৫৮ রানে। সূচি অনুযায়ী আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু দুই দলের সমঝোতার ভিত্তিতে বাতিল হওয়া দ্বিতীয় ওয়ানডে আজ আয়োজন করা হয়। শেষ ম্যাচ হবে আগামী রবিবার। আজকের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

কলম্বোতে আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ১৮৬ রান তোলে। যদিও বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। ৫০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন চামারি আতাপাত্তু (৬৪) ও বিস্মি গুনারত্নে (১৭)। এই দুজনকে আউট করেন যথাক্রমে রিতু মনি এবং সুলতানা খাতুন। এছাড়া হার্থিশা ১ চার এং ২ ছক্কায় অপরাজিত ৪৫* আর শেষদিকে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন কাভিশা দিলহারি। প্রতিপক্ষের পাঁচ উইকেট ভাগ করে নেন বাংলাদেশের বোলাররা।

রান তাড়ায় নেমে ওশাদি রানাসিংহের ঘূর্ণিতে টাইগ্রেসরা রীতিমতো অসহায় হয়ে পড়ে। দুই ওপেনার শামীমা (৫) এবং মুর্শিদা (১৬) দ্রুত ফিরে যান। এরপর আর প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, অধিনায়ক নিগার সুলতানা (৩৭) এবং ফারজানা হক (২৪) ছাড়া কেউই বিশের ঘর ছুঁতে পারেননি! টপ অর্ডার তিন ব্যাটারের দুইজনই ওশাদি রানাসিংহের শিকার হয়েছেন। ৩৪ রানে ৫ উইকেট নেন এই অফ স্পিনার। ২৯.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
সুমি/হককথা