নিউইয়র্ক ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অজিদের অবিশ্বাস্য জয়ের পর সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ১২৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। ইতোমধ্যেই তিন দল নিজেদের জায়গা চূড়ান্ত করেছে সেমিফাইনালে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে জয় পায় অস্ট্রেলিয়া। আর তাতে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে অজিরা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠার দৌড়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে তাদের রয়েছে চার পরাজয়। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর-রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

সেমিফাইনালে উঠতে হলে সর্বপ্রথম ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে নূন্যতম ১ রানের জয় পায় সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তান। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় তাহলে নেট রান রেটের হিসেবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। সূত্র : চ্যানেল 24

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অজিদের অবিশ্বাস্য জয়ের পর সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

প্রকাশের সময় : ০৪:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপ পর্বের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। ইতোমধ্যেই তিন দল নিজেদের জায়গা চূড়ান্ত করেছে সেমিফাইনালে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে জয় পায় অস্ট্রেলিয়া। আর তাতে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে অজিরা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠার দৌড়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে তাদের রয়েছে চার পরাজয়। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বাবর-রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

সেমিফাইনালে উঠতে হলে সর্বপ্রথম ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে নূন্যতম ১ রানের জয় পায় সেক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তান। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় তাহলে নেট রান রেটের হিসেবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। সূত্র : চ্যানেল 24

হককথা/নাছরিন