নিউইয়র্ক ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

র্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার আভাস স্কালোনির

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৪৫ বার পঠিত

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে জয়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। উত্তাপের ম্যাচের পর যা আর্জেন্টিনা সমর্থকদের উত্তপ্ত করেছে আরও।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার নিকোলাস ওতামেন্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন লিওনেল মেসিদের কোচ।

স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি…আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’

স্কালোনি এরপর বলেছেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

উত্তেজনার ম্যাচে গ্যালারিতে দাঙ্গা, পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, এ নিয়ে লিওনেল মেসির অসন্তষ ও মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলের শরীরি ফুটবল, ধাক্কাধাক্কি, ফাউলের ছড়াছড়ি, লাল কার্ড- সব মিলিয়ে প্রবল স্নায়ুচাপের ম্যাচে বিজয়োল্লাসে মাতে স্কালোনির দলই।

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও স্কালোনির আর্জেন্টিনাই ফেবারিট। স্কালোনি এরপরও হুট করে কেন এমন কথা বলেছেন, সেটা এখনো জানা যায়নি। এমনকি ম্যাচ শেষে নাকি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবি তুলেছেন স্কালোনি, এই তথ্য জানিয়েছেন মাঠে থাকা টিওয়াইসি স্পোর্টসের এক সংবাদকর্মী। সূত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

র্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার আভাস স্কালোনির

প্রকাশের সময় : ০৮:৩১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে জয়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। উত্তাপের ম্যাচের পর যা আর্জেন্টিনা সমর্থকদের উত্তপ্ত করেছে আরও।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার নিকোলাস ওতামেন্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন লিওনেল মেসিদের কোচ।

স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি…আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’

স্কালোনি এরপর বলেছেন, ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

উত্তেজনার ম্যাচে গ্যালারিতে দাঙ্গা, পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, এ নিয়ে লিওনেল মেসির অসন্তষ ও মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলের শরীরি ফুটবল, ধাক্কাধাক্কি, ফাউলের ছড়াছড়ি, লাল কার্ড- সব মিলিয়ে প্রবল স্নায়ুচাপের ম্যাচে বিজয়োল্লাসে মাতে স্কালোনির দলই।

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও স্কালোনির আর্জেন্টিনাই ফেবারিট। স্কালোনি এরপরও হুট করে কেন এমন কথা বলেছেন, সেটা এখনো জানা যায়নি। এমনকি ম্যাচ শেষে নাকি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবি তুলেছেন স্কালোনি, এই তথ্য জানিয়েছেন মাঠে থাকা টিওয়াইসি স্পোর্টসের এক সংবাদকর্মী। সূত্র : দৈনিক ইনকিলাব

হককথা/নাছরিন