বিজ্ঞাপন :
রোমার হৃদয় ভেঙে সেভিয়ার সপ্তম শিরোপা
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৫২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : পাওলো দিবালার গোলে এগিয়ে যায় রোমা। এরপর আত্মঘাতী গোলে সেই লিড হারায় তারা।ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা মিলল না। এমনকি নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও ১-১ গোলে শেষ হয় খেলা। এরপর টাইব্রেকারে রোমার হৃদয় ভেঙে শিরোপা জয়ের আনন্দে মাতে সেভিয়া।
আরোও পড়ুন। আরেকটি আইপিএলে খেলতে চান ধোনি, তবে…
ইউরোপা লীগের ফাইনালে আজ হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় রোমাকে টাইব্রেকারে ১-৪ গোলে হারায় সেভিয়া। ইউরোপা লীগে এটা স্প্যানিশ ক্লাবটির সপ্তম শিরোপা। সূত্র : মানবজিমন
সুমি/হককথা