রোনালদো-হোর্হিনার প্রথম ডেট কেমন ছিল
- প্রকাশের সময় : ০১:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১০২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে হোর্হিনা রোদ্রিগেসের- দিনকয়েক আগে পর্তুগিজ সংবাদপত্রে ছাপা হওয়া খবরে নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। যদিও রোনালদোর মা দোলোরেস আভেইরা এই খবর উড়িয়ে দিয়েছেন। একসঙ্গেই আছেন রোনালদো-হোর্হিনা। শুধু থাকা নয়, সুখেই দিন কাটছে তাদের। সেটাই ফুটে উঠেছে নেটফ্লিক্সের ডকুসিরিজ ‘আই অ্যাম হোর্হিনা’র নতুন পর্বে।
হোর্হিনার জন্ম আর্জেন্টিনায়। তবে বেড়ে ওঠা স্পেনে। আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ মডেলের সঙ্গে রোনালদোর প্রেম সেই ২০১৬ সাল থেকে। শুরুটা হয়েছিল মাদ্রিদের গুচি শো-রুমে। হোর্হিনা ছিলেন ওই শো-রুমের সেলস অ্যাসিস্টেন্ট। এই খবর মোটামুটি ফুটবল বিশ্বে ছড়িয়ে গেছে নেটফ্লিক্সের ডকুমেন্টরি সিরিজের মাধ্যমে।
চেনাজানা কিংবা পরিচয় না হয় গুচি স্টোরে হয়েছিল, কিন্তু সম্পর্কের এগিয়ে যাওয়া কীভাবে? কেমন ছিল তাদের প্রথম ডেট? ‘আই অ্যাম হোর্হিনা’র নতুন পর্বে জানা গেল সেটি। মাদ্রিদে প্রথম সাক্ষাতের পরই যে ডেটে চলে গিয়েছিলেন, ব্যাপারটি তেমন নয়। এর আগে এই জুটির আরেকবার দেখা হয়েছিল এক পার্টিতে। এরপরই হোর্হিনাকে ডেটে যাওয়ার কথা বলেছিলেন রোনালদো।
ফুটবল সুপারস্টারের সঙ্গে প্রথম ডেট কেমন ছিল? এখনও ওই দিনটি চোখের সামনে জ্বলজ্বল করে হোর্হিনার। ২৯ বছর বয়সী মডেল দিনটির বর্ণনা করেছেন এভাবে, ‘অধীর অপেক্ষায় ছিলাম। রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা একে অন্যের হাত ধরে ছিলাম। আমার মনে হচ্ছিল এভাবেই হাত ধরে যদি আরও অনেকক্ষণ থাকতে পারতাম। আবার যখন আমরা হাত ধরলাম, অনেকক্ষণ ধরে ছিলাম।’
সেই অনুভূতি এখনও ছুঁয়ে যায় হোর্হিনাকে, ‘একজনের হাত আরেকজনের হাতের মধ্যে, কী সুন্দর মানিয়েছিল। তারপর আমরা ডিনার শেষ করলাম। আমি বাড়ি ফিরে এলাম, আমার বুক তখন ধড়ফড় করছিল।’ এভাবেই বাড়তে থাকলো সম্পর্কের বয়স। দুজনের চেনাজানা বাড়তে থাকলো। রোনালদোর সঙ্গে প্রায়ই দেখা হতো হোর্হিনার। পর্তুগিজ যুবরাজ নিজে গিয়ে গুচি শো-রুম থেকে নিয়ে আসতে লাগলেন ভালোবাসার মানুষকে। মজার ব্যাপার হলো, হোর্হিনা তার কাজে যেতেন বাসে করে, আর ফিরতেন বিলাশবহুল বুগাটিতে চড়ে!
শুরুতে হোর্হিনার কিছুটা অস্বস্তি লাগতো। কেন, শুনুন তার মুখেই, ‘ও (রোনালদো) কাজ শেষ করে আমাকে নিতে আসতো। মাঝেমধ্যে ও বুগাটি নিয়ে আসতো। আমার সহকর্মীরা নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারতো না। আমি আসতাম বাসে, আর বেরিয়ে যেতাম বুগাটিকে করে। আমার কিছুটা অস্বস্তিবোধ হতো।’
সম্পর্কের শুরুটা অবশ্য গোপন রাখার চেষ্টা করেছিলেন রোনালদো-হোর্হিনা। তবে পাপারাজ্জিদের হাত থেকে রেহাই মিলেনি। ২০১৬ সালের শেষ দিকে তাদের একসঙ্গে থাকার ছবি প্রকাশ পায়। এখনও তারা একসঙ্গে। বিয়ের বাঁধনে যদিও বাঁধা পড়েননি। তবে ভালোবাসার ফসল তিন সন্তানকে নিয়ে একছাদের নিচেই তাদের বসবাস।
সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী/হককথা