নিউইয়র্ক ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রোনালদোর জোড়া গোল, পর্তুগালের অর্ধডজন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৯৬ বার পঠিত

রোনালদোর জোড়া গোল, পর্তুগালের অর্ধডজন - ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক : এই ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে কে বলবে কয়েক দিন আগেই তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে, কে বলবে রোনালদো ফুরিয়ে গেছে, বুড়িয়ে গেছে! লিখটেনস্টেইনের পর রোববার লুক্সেমবার্গের বিপক্ষেও তার পায়ে জোড়া গোলের দেখা মেলেছে। সুবাদে ৬-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। খেলাটা ছিল র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা পর্তুগালের বিপক্ষে ৯২তম স্থানে থাকা লুক্সেমবার্গের। যার প্রতিফলন দেখা গেছে ম্যাচেও, একক আধিপত্য বিস্তার করে রেখেছিল পর্তুগিজরা। বিপরীতে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লুক্সেমবার্গ। খেলা শুরুর নবম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল, এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডান দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো ক্রসে নুনো মেন্দেসের মাথা ছুঁয়ে বল চলে আসে জালের কাছে, সঠিক লক্ষ্যস্থলে তা সাচ্ছন্দ্যেই পাঠিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পরেউ ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার ক্রস করা বলে লাফিয়ে মাথা ছুঁয়ে বল পাঠিয়ে দেন জালে।

আরোও পড়ুন । ‘নতুন’ ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

দুই মিনিট পরেই তৃতীয় গোলটি পেয়ে যায় পর্তুগাল, এবার গোলদাতা সিলভা। এই গোলটিও আসে হেড থেকে। ম্যাচের ১৮ মিনিটেই ৩ গোল হজম করে এলোমেলো হয়ে যায় লুক্সেমবার্গ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩১তম মিনিটে গোলের হালি পূরণ করেন রোনালদো। দারুণ দক্ষতায় ডিফেন্স চিড়ে গোল রক্ষককে বোকা বানান এই পর্তুগিজ সুপারস্টার। এক হালি গোল নিয়েই বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর নিজেদের খানিকটা গুছিয়ে নেয়ার চেষ্টা চালায় লুক্সেমবার্গ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই দারুণ এক আক্রমণে যায় তারা। আর ম্যাচে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয় লুক্সেমবার্গ। তবে ভিনসেন্টের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও।

৫৭ মিনিটে রোনালদোসহ সিলভাকে তোলে নেন পর্তুগালের কোচ, ৭৫তম মিনিটে ফের্নান্দেস ও ফেলিক্সকেও তুলে নেন তিনি। এরই দুই মিনিট পর পঞ্চম গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল, রাফায়েল লেয়াওয়ের সহায়তায় গোল এবার করেন অক্তাবিও। তবে তাতেও যেন সন্তুষ্ট হয়নি পর্তুগাল, কমেনি গোল ক্ষুধা। ৮৮ মিনিটে ৬ষ্ঠবারের মতো বল জালে জড়ান লেয়াও। ৬-০ গোলের দাপুটে জয়ে ইউরোর বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষে পর্তুগাল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট রোনালদোর দলের ৷ সূত্র : নয়া দিগন্ত

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রোনালদোর জোড়া গোল, পর্তুগালের অর্ধডজন

প্রকাশের সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

ক্রীড়া ডেস্ক : এই ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে কে বলবে কয়েক দিন আগেই তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে, কে বলবে রোনালদো ফুরিয়ে গেছে, বুড়িয়ে গেছে! লিখটেনস্টেইনের পর রোববার লুক্সেমবার্গের বিপক্ষেও তার পায়ে জোড়া গোলের দেখা মেলেছে। সুবাদে ৬-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। খেলাটা ছিল র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা পর্তুগালের বিপক্ষে ৯২তম স্থানে থাকা লুক্সেমবার্গের। যার প্রতিফলন দেখা গেছে ম্যাচেও, একক আধিপত্য বিস্তার করে রেখেছিল পর্তুগিজরা। বিপরীতে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লুক্সেমবার্গ। খেলা শুরুর নবম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল, এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডান দিক থেকে ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো ক্রসে নুনো মেন্দেসের মাথা ছুঁয়ে বল চলে আসে জালের কাছে, সঠিক লক্ষ্যস্থলে তা সাচ্ছন্দ্যেই পাঠিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পরেউ ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। সিলভার ক্রস করা বলে লাফিয়ে মাথা ছুঁয়ে বল পাঠিয়ে দেন জালে।

আরোও পড়ুন । ‘নতুন’ ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

দুই মিনিট পরেই তৃতীয় গোলটি পেয়ে যায় পর্তুগাল, এবার গোলদাতা সিলভা। এই গোলটিও আসে হেড থেকে। ম্যাচের ১৮ মিনিটেই ৩ গোল হজম করে এলোমেলো হয়ে যায় লুক্সেমবার্গ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩১তম মিনিটে গোলের হালি পূরণ করেন রোনালদো। দারুণ দক্ষতায় ডিফেন্স চিড়ে গোল রক্ষককে বোকা বানান এই পর্তুগিজ সুপারস্টার। এক হালি গোল নিয়েই বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর নিজেদের খানিকটা গুছিয়ে নেয়ার চেষ্টা চালায় লুক্সেমবার্গ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই দারুণ এক আক্রমণে যায় তারা। আর ম্যাচে প্রথমবারের মতো লক্ষ্যে শট নেয় লুক্সেমবার্গ। তবে ভিনসেন্টের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকান পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিও।

৫৭ মিনিটে রোনালদোসহ সিলভাকে তোলে নেন পর্তুগালের কোচ, ৭৫তম মিনিটে ফের্নান্দেস ও ফেলিক্সকেও তুলে নেন তিনি। এরই দুই মিনিট পর পঞ্চম গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল, রাফায়েল লেয়াওয়ের সহায়তায় গোল এবার করেন অক্তাবিও। তবে তাতেও যেন সন্তুষ্ট হয়নি পর্তুগাল, কমেনি গোল ক্ষুধা। ৮৮ মিনিটে ৬ষ্ঠবারের মতো বল জালে জড়ান লেয়াও। ৬-০ গোলের দাপুটে জয়ে ইউরোর বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষে পর্তুগাল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট রোনালদোর দলের ৷ সূত্র : নয়া দিগন্ত

সাথী / হককথা