রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়ালকে জিততে দিলো না সিটি
- প্রকাশের সময় : ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৩৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখাতে শুরু করে ম্যানচেস্টার সিটি। তবে স্রোতের বিপরীতে লিডটা রিয়ালই পায়। বল পায়ে চোখে লেগে থাকার মতো এক গোল করেন ভিনিশিয়াস জুনিয়র। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে কেভিন ডে ব্রুইনের দুর্দান্ত গোলে হার এড়ালো সিটিজেনরা। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লীগ সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে রিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচের অষ্টম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় সিটি। ডি-বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনার শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছয় মিনিটের ব্যবধানেরদ্রির নিচু শটও ফিরিয়ে দেন তিনি।
প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা সিটির সামনে যেন পাত্তাই পায়নি রিয়াল। তবে এরপর আস্তে আস্তে নিজেদের গোছানো শুরু করে রিয়াল। ৩৪তম মিনিটে ভালো একটি আক্রমণ শাণায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে স্রোতের বিপরীতে রিয়ালকে লিড এনে দেন ভিনিশিয়াস। এদুয়ার্দো কামাভিঙ্গার পাস ধরে একটু আড়াআড়ি ছুটে প্রায় ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। বিরতি থেকে ফিরেই সমতায় ফেরার সুযোগ পায় সিটি। তবে ব্রুইনার কোনাকুনি শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।
আরোও পড়ুন । নতুন ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি, সব গুজব : মেসির বাবা
তিন মিনিট পর বক্সে ঢুকে হলান্ডের নেওয়া শট দারুণভাবে রুখে দেন ডিফেন্ডার ডাভিড আলাবা। ৬৭তম মিনিটে সিটিকে সমতায় ফেরান ব্রুইনা। একক নৈপুণ্যে দূর থেকে নিচু জোরাল শটে বল জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার। ৭৮ মিনিটে টনি ক্রুসের দূরের পোস্টে বাড়ানো ক্রসে বেনজেমার হেড অবিশ্বাস্য দক্ষতায় প্রতিহত করেন সিটি গোলরক্ষক এডারসন। প্রথমার্ধে চাপে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা সময়ই সিটির উপর আধিপত্য দেখায়। এই অর্ধে ১২টি শট নেয় তারা, যদিও এর মাত্র দুটিই ছিল লক্ষে। শেষ পর্যন্ত কোনো দলই আর জয়সূচক গোল না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। সূত্র : মানবজমিন
বেলী/হককথা