রিয়ালের ম্যাচের আগে মেসি-নেইমারদের পিএসজির হার

- প্রকাশের সময় : ১১:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ৭০ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : জিতলেই লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা আরও মজবুত হতো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসটাও চাঙ্গা করে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু না। লিওনেল মেসি-নেইমারদের বিবর্ণ রাতে শেষ দিকে গোল হজম করে মাঠ ছাড়লো পিএসিজি। শনিবার রাতে ম্যাচের ৮৮তম মিনিটে আন্দি দেলোঁর গোলে ১-০ তে জিতে শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমিয়ে আনল নিস।
টুর্নামেন্টে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। আর ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। আগামী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের মুখোমুখি হবে মেসিদের পিএসজি। প্রথম লেগে কিলিয়ান এমবাপের গোলে জিতেছিল ফ্রান্সের দলটি। নিসের বিপক্ষে এমবাপে খেলতে পারেননি কার্ডের খাড়ায়।
মেসি-নেইমারদের বিপক্ষে ম্যাচের ছয় মিনিটের মধ্যে দুটি আক্রমণ শাণায় নিস। তবে নবম মিনিটে নেইমার ও আনহেল দি মারিয়ার হাত ধরে আক্রমণে ওঠে পিএসজি। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পাস ধরে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ২৪তম মিনিটে মেভলিন ক্রসে গোলমুখ থেকে নিসের ডাচ ফরোয়ার্ড পাবলো রোসারিওর হেড যায় বাইরে। ২৯ মিনিটে ফের নেইমারের তৈরি করে দেওয়া সুযোগ লক্ষ্যে রাখতে ব্যর্থ দি মারিয়া।
দ্বিতীয়ার্ধেও ঠিক ভাবে জ্বলে উঠতে পারেনি পিএসজি। ৬৬তম মিনিটে নেইমারের ফ্রি কিকে টিলো কেররারের দুর্বল হেড ড্রপ খেয়ে আরও দুর্বল হয়ে জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। ৭৮তম মিনিটে দি মারিয়াকে তুলে মাউরো ইকার্দিকে নামান কোচ। তাতেও কোন ফল আসেনি। অবশেষে নিসের পাল্টা আক্রমণে সফরকারীদের ওই স্তব্ধ করে দেওয়া গোল। তাতে লিগ ওয়ানের চলতি মৌসুমে পিএসজির তৃতীয় হারও লেখা হয়ে যায়।
হককথা/এমউএ